বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

সিগন্যালে আলাপ, যানজটে
ফেঁসেই প্রেমের প্রস্তাব, বিয়ে!

বেঙ্গালুরু: ভাগ্যিস, রাস্তায় মারাত্মক যানজট ছিল সেদিন! তা না হলে মনের মানুষকে না-বলা কথাটা আর কখনও হয়তো বলা হয়ে উঠত না। দাম্পত্যের দু’বছরে এমনটাই উপলব্ধি এক যুবকের। বেঙ্গালুরুর নিত্যদিনের যান-যন্ত্রণা নিয়ে যখন প্রতিটি মানুষ তিতিবিরক্ত, তখন ‘তথ্যপ্রযুক্তি নগরী’র যানজটকে ‘কুর্নিশ’ জানিয়েছেন ওই যুবক। শুধু তাই নয়, বেঙ্গালুরু শহরের যানজট কীভাবে তাঁর জীবনে রঙিন বসন্ত এনে দিয়েছে, আর পাঁচজনের সঙ্গে ভাগ করে নিতে তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন ওই যুবক। সব মন্দেরই যেমন কিছু ভালো থাকে, তেমনই বেঙ্গালুরুর যানজট থেকে তৈরি হওয়া একটি ‘মিষ্টি প্রেমের গল্প’ তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন নেট নাগরিকরা। তবে নিজেদের প্রেম-বিয়ের গল্প বলার ফাঁকেই বেঙ্গালুরুর যানজট নিয়ে হাল্কা চালে কটাক্ষ করতেও ছাড়েননি ওই যুবক। বলেছেন, যে নির্মীয়মান উড়ালপুলের কারণে সেদিন শহরে মারাত্মক যানজট তৈরি হয়েছিল বলেই আমাদের সম্পর্ক তৈরি হয়েছিল, তারপর তিন বছর প্রেম এবং বিয়ের বয়স দু’বছর হয়ে গেলেও এখনও সেই উড়ালপুলের কাজ শেষ হয়নি। 
বিষয়টি ঠিক কীরকম? ওই যুবক সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, সোনি ওয়ার্ল্ড সিগন্যালের কাছে তাঁর (বর্তমানে স্ত্রী) সঙ্গে আলাপ। প্রথম দেখাতেই ভালোলাগা। কিন্তু অনেক চেষ্টা করেও তাঁকে মনের কথাটা বলে উঠতে পারছিলেন না কিছুতেই। তাঁদের মধ্যে তখন শুধুই বন্ধুত্বের সম্পর্ক। সেই সূত্রে একদিন তাঁকে বাড়ি ছাড়তে যাচ্ছিলেন ওই যুবক। কিন্তু ইজিপুরা উড়ালপুলের কাজ চলার কারণে সেসময় শহরজুড়ে ব্যাপক যানজট। সেই যানজটে ফেঁসেই বিরক্ত হয়ে যান তাঁরা। খিদেই পেট জ্বলছে দু’জনেরই। অবশেষে ঠিক করেন, পেটে কিছু একটা দিতে হবে। খেয়ে তারপর বাড়ি ফিরবেন। সেইমতো গাড়ি ঘুরিয়ে বান্ধবীকে নিয়ে একটি রেস্তরাঁয় যান তিনি। খাবারের টেবিলে মুখোমুখি বসেন দু’জনে। চোখে চোখ। সেই চাহনিতে শুধুই প্রেম। ভালোবাসার অভিব্যক্তি। এতদিন অনেক চেষ্টা করেও যে কথা বলে উঠতে পারেননি, অনায়াসেই তা বলে দেন মনের মানুষকে। তারপর তিন বছর চুটিয়ে প্রেম। বিয়ে।  

25th     September,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ