বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

ভারভারা রাওয়ের আবেদন খারিজ

মুম্বই: তেলুগু কবি তথা সমাজকর্মী ভারভারা রাওয়ের আবেদন খারিজ করে দিল বিশেষ এনআইএ আদালত। ছানি অপারেশনের জন্য হায়দরাবাদ যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন তিনি। কিন্তু শুক্রবার তাঁর আবেদন নাকচ করে দেয় আদালত। এলগার পরিষদ-ভীমা কোরেগাঁও হিংসার মামলায় তিনি অভিযুক্ত। ২০১৮ সালের ২৮ আগস্ট হায়দরাবাদের বাড়ি থেকে গ্রেপ্তার হয়েছিলেন মাওবাদীদের প্রতি সহানুভূতিশীল এই কবি। শারীরিক কারণে ২০২১ সালের ২২ ফেব্রুয়ারি জামিন পান তিনি। তবে, তাঁর জামিনে বেশ কিছু শর্ত দিয়ে রেখেছে আদালত। যেমন জাতীয় তদন্তকারী সংস্থার অনুমতি ছাড়া তিনি মুম্বইয়ের বাইরে যেতে পারবেন না।
ভারভারা রাও তাঁর আবেদনে এনআইএ-এর বিশেষ আদালতকে জানান, মুম্বইয়ের বেসরকারি হাসপাতালে ছানি অপারেশনের খরচ ৬০ হাজার টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত। কিন্তু হায়দরাবাদে যেতে পারলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মী হিসেবে নিখরচায় এই অপারেশন করাতে পারবেন। 
তাছাড়াও দক্ষিণের এই শহরে তাঁর মেয়ে ও নাতনি রয়েছেন। নাতনি আবার পেশায় চিকিৎসক। তাই অপারেশন পরবর্তী সময়ে তাঁদের যত্নে তিনি থাকতে পারবেন। তিন মাস হায়দরাবাদে থাকার আবেদন করেছিলেন তিনি।
 এই আবেদনের বিরোধিতা করে এনআইএ। তদন্তকারী সংস্থার বক্তব্য, ভারভারা যে অপারেশনের কথা বলছেন, সেটা মুম্বইয়ের যেকোনও সরকারি হাসপাতালে সস্তায় করানো সম্ভব। এরপরই এই তেলুগু কবির আবেদন খারিজ করে দেয় আদালত।

25th     September,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ