বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

বিদেশে চাকরির নামে প্রতারণা চক্র
সতর্কবার্তা জারি বিদেশ মন্ত্রকের

নয়াদিল্লি: তথ্য-প্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ। বেতন আকর্ষণীয়। এমনই বিজ্ঞাপন প্রার্থীদের সামনে তুলে ধরা হচ্ছে। আর তাতেই ফাঁসছেন বহু মানুষ। সম্প্রতি মায়ানমারে আটকে থাকা তামিল ভারতীয়দের একটি ভিডিও ভাইরাল হয়। তারপরই এই প্রতারণা চক্রের বিষয়টি সামনে আসে। আগামী দিনে ভারতীয়রা যাতে এব্যাপারে সতর্ক থাকেন, সেই কারণে শনিবার রীতিমতো সতর্কবার্তা জারি করল বিদেশ মন্ত্রক। বিশেষ করে থাইল্যান্ডে ভুয়ো তথ্য-প্রযুক্তি সংস্থার কল সেন্টার স্ক্যাম এবং ক্রিপ্টোকারেন্সি দুর্নীতির সূত্র ধরেই এই চক্রের কথা সামনে আসে। বিদেশ মন্ত্রকের উপদেষ্টামণ্ডলীর পরামর্শ, কোনওভাবে ভুয়ো চাকরির টোপে ফাঁসবেন না। মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘চাকরির জন্য বিদেশ সফরের আগে সংস্থার ব্যাপারে বিশদে জেনে নেওয়া ভালো। আদৌ এমন কোনও সংস্থা রয়েছে কি না, সেই তথ্য  না জেনে চাকরির অফারে বিদেশে পাড়ি দেওয়া ঠিক নয়।’
সম্প্রতি মায়ানমারে ভারতীয়দের আটকে রেখে কাজ করানো হচ্ছে বলে একটি ভিডিও ভাইরাল হয়েছিল। জানা যায়, থাইল্যান্ডে কাজ করার সুযোগ পেয়ে তাঁরা বিদেশে পাড়ি দিয়েছিলেন। কিন্তু তাঁদের থাইল্যান্ডের বদলে মায়ানমারে নিয়ে যাওয়া হয়। সেখানে আটকে রেখে কাজ করানো হচ্ছে। মায়ানমার থেকে ফাঁস হওয়া ওই ভিডিওর সূত্র ধরেই প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। তারপরই নড়েচড়ে বসে বিদেশ মন্ত্রক।

25th     September,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ