বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

দিল্লির উপ মুখ্যমন্ত্রীর বাড়িতেও
সিবিআই, উদ্ধার ‘জ্যামিতি বক্স’

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: যে রাজ্যে বিরোধী দলের শাসন, সেখানেই নেতামন্ত্রীদের বিরুদ্ধে অভিযান সিবিআই-ইডির। মোদি সরকারের বিরুদ্ধে এই অভিযোগ নতুন নয়। রাজস্থান থেকে ঝাড়খণ্ড, কেরল থেকে পশ্চিমবঙ্গ, এমনকী ঘুরপথে ক্ষমতাবদলের আগে মহারাষ্ট্র—সর্বত্র একই ছবি। সেই তালিকায় এবার সংযোজিত হল রাজধানী দিল্লি। শুক্রবার সকাল থেকে আবগারি দুর্নীতি মামলায় দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিশোদিয়ার বাসভবন সহ ৩১টি জায়গায় অভিযান চালায় সিবিআই। দিনভর চলে তল্লাশি। তবে এদিন শুধু ‘গোপন’ তকমা আঁটা কিছু ফাইল উদ্ধার হয়েছে ঩দিল্লি সরকারের অন্য অফিসারদের কাছ থেকে। প্রসঙ্গত, বহু সরকারি ফাইলের উপরে যা লেখা থাকাই দস্তুর। রাতে মণীশ জানান, তাঁর মোবাইল ও কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়েছে। গোটা ঘটনায় বিজেপি এবং নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করেছে দিল্লির শাসকদল আম আদমি পার্টি (আপ)। দলের রাজ্যসভার এমপি রাঘব চাড্ডার দাবি, ‘মণীশ সিশোদিয়ার বাসভবনে সিবিআই তল্লাশি অভিযান চালিয়ে যাক। পাবে শুধুই জ্যামিতি বক্স, পেন্সিল এবং নোটবুক। কারণ, উনি শুধু দিল্লির নয়, বিশ্বের সফলতম শিক্ষামন্ত্রী।’ দলের বিধায়ক সৌরভ ভরদ্বাজ সাফ জানিয়েছেন, গুজরাতের আগামী বিধানসভা ভোটে প্রার্থী দিচ্ছে আপ। ফলে দিল্লি আর পাঞ্জাবের ফলাফলের আতঙ্ক গ্রাস করেছে বিজেপিকে। তাই এখন থেকেই কেজরিওয়ালকে ফিনিশ করতে চাইছেন মোদি।
দিল্লিতে মদ বিক্রির নিয়ম বদলে দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন লেফটেন্যান্ট গভর্নর। কেন্দ্রীয় সংস্থার এফআইআরে ১৫ জন অভিযুক্তের মধ্যে এক নম্বরে নাম মণীশের। আপের অভিযোগ, বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। দু’দিন আগে আগামী লোকসভা নির্বাচনকে পাখির চোখ করার বার্তা দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। তারপর সিবিআইয়ের এই সক্রিয়তা। এর জেরে এদিন সকালেই আক্রমণাত্মক ভিডিও বার্তা দেন স্বয়ং কেজরিওয়াল। বলেন, ‘ঠিক যেদিন নিউ ইয়র্ক টাইমস সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় দিল্লির সরকারি স্কুলের সাফল্যের কাহিনি সবথেকে বড় আকারে প্রকাশিত হয়েছে, সেদিনই এই অভিযান প্রমাণ করে রাজনৈতিকভাবে ভয় পেয়েছে বিজেপি। রাজ্যে রাজ্যে শুধু বিরোধী দলের নেতামন্ত্রীদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাকে নামিয়ে ভয় দেখানোর রাজনীতি কেন করছে মোদি সরকার!’ বিজেপির অভিযোগ, দিল্লির আবগারি আ‌‌ইন কেন বদলে দেওয়া হল, সেই তদন্ত করছে সিবিআই। আপের পাল্টা প্রশ্ন, সম্প্রতি গুজরাতে মদ সরবরাহ চক্র ধরা পড়েছে। সে রাজ্যে মদ নিষিদ্ধ। সেখানে যে রাঘববোয়ালরা এর সঙ্গে জড়িত, তার প্রমাণ পাওয়া যাচ্ছে। সেই কেলেঙ্কারির তদন্ত হচ্ছে না কেন?

20th     August,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ