বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

ভগ্নিপতিকে পাশে বসিয়ে সরকারি
বৈঠকে তেজপ্রতাপ, খোঁচা বিজেপির

পাটনা: বড় বিড়ম্বনায় বিহারের নতুন ‘মহাজোট’ সরকার। নেপথ্যে পরিবেশমন্ত্রী তথা লালুপ্রসাদের বড় ছেলে তেজপ্রতাপ যাদব। ভগ্নিপতিকে পাশে বসিয়ে সরকারি বৈঠক করায় বিতর্কে জড়ালেন তিনি। ঘটনাচক্রে, সাম্প্রতিক সেই বৈঠকের ছবি নিজেই টুইট করেন তেজপ্রতাপ। স্বাভাবিকভাবেই এই ঘটনা নিয়ে বিহারের নতুন সরকার ও আরজেডি নেতৃত্বের মুণ্ডপাত করল সদ্য ক্ষমতাচ্যুত বিজেপি।
রিপোর্ট অনুযায়ী, তেজপ্রতাপ মন্ত্রী হওয়ায় শুভেচ্ছা জানাতে বুধবার তাঁর দপ্তরে আসেন বড় বোন মিশা ভারতীর স্বামী শৈলেশ কুমার। সেই সময় দপ্তরের অফিসারদের সঙ্গে বৈঠক করছিলেন তেজপ্রতাপ। তার মধ্যেই ভগ্নিপতিকে তাঁর পাশের চেয়ারে বসতে বলেন। বৈঠক শেষ হওয়া পর্যন্ত সেখানেই বসে থাকেন শৈলেশ। সেই ছবি টুইটও করেন তেজপ্রতাপ। নাম প্রকাশে অনিচ্ছুক দপ্তরের এক অফিসার জানান, বৈঠকের মধ্যে দু’জনে গল্পগুজবও করেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই রে রে করে মাঠে নেমে পড়েছে বিজেপি। দলের মুখপাত্র নিখিল আনন্দের খোঁচা, এতে অবাক হওয়ার কিছু নেই। একদিকে জাতপাত ও ধর্মীয় তোষণ, অন্যদিকে পরিবারের স্বার্থ, আরজেডি রাজনীতির বৈশিষ্ট্য এটাই। 

20th     August,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ