বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

৮৪’র যুদ্ধে নিখোঁজ জওয়ানের
কঙ্কাল উদ্ধার সিয়াচেনে

নয়াদিল্লি: এপ্রিল, ১৯৮৪। বিশ্বের উচ্চতম ব্যাটল ফিল্ডে পাকিস্তানি হানাদারদের হটিয়ে দিতে ভারতীয় বাহিনী শুরু করল ‘অপারেশন মেঘদূত’। শেষ পর্যন্ত পাকিস্তানকে হারিয়ে সিয়াচেনের একটি বড় অংশ দখল করতে সমর্থ হয়েছিল সেনা। কিন্তু সেই অভিযানে অংশ নিয়ে নিখোঁজ হয়ে যান বেশ কয়েকজন জওয়ান। তাঁদের মধ্যেই একজন উত্তরাখণ্ডের হল্দওয়ানির বাসিন্দা ল্যান্সনায়েক চন্দ্রশেখর। ৩৮ বছর ধরে তাঁর পথ চেয়ে বসেছিলেন স্ত্রী-কন্যারা। সেই অপেক্ষার প্রহর আর কখনও শেষ হবে না। দেশ যখন সাড়ম্বরে স্বাধীনতার ৭৫ বছর পালন করছে, তখন বরফে মোড়া সিয়াচেনের একটি বাঙ্কার থেকে উদ্ধার হয়েছে শহিদ চন্দ্রশেখরের দেহ। সেনায় কর্মরত থাকার সময় তাঁর ব্যবহৃত ডিস্ক নম্বর দেখে চিহ্নিত করা সম্ভব হয়েছে চন্দ্রশেখরকে।
যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ৫৯৬৫ পয়েন্ট দখলের দায়িত্ব ছিল ১৯ কুমায়ুন রেজিমেন্টের। ওই বাহিনীর সদস্য ছিলেন চন্দ্রশেখর। এক আধিকারিক জানিয়েছেন, তুষারধসে সেই সময় বাহিনীর ১৮ জন মারা যান। পরবর্তীকালে বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও, চার-পাঁচজনের কোনও খোঁজ মেলেনি। শেষ পর্যন্ত গত ১৩ আগস্ট ১৬ হাজার ফুট উচ্চতায় উদ্ধার হয় শহিদ চন্দ্রশেখরের কঙ্কাল-দেহ। গ্রামের বাড়িতে অন্ত্যেষ্টি হবে শহিদের।

15th     August,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ