বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

শিক্ষকের জলের বোতল থেকে জল
খাওয়ায় দলিত শিশুকে বেধরক মার!
মৃত শিশু

জয়পুর, ১৭ আগষ্ট: দলিত হওয়ার অপরাধ! শিক্ষকের হাতে মার খেয়ে মৃত্যু হল ৯ বছরের এক বালকের। ঘটনাটি ঘটেছে রাজস্থানের জালোর জেলার সাইলা গ্রামে। জানা গিয়েছে, প্রচন্ড গরমে তেষ্টা মেটাতে শিক্ষকের জলের বোতল থেকে জল পান করে ওই দলিত শিশু। তারপরেই তাঁকে বেধরক মারধর করে অভিযুক্ত শিক্ষক। শিশুর পরিবারের সদস্যদের অভিযোগ, মারের চোটে তার চোখ ও কান ফুলে যায়। ঘটনাটি ঘটে গত ২০ জুলাই। শিক্ষকের হাতে মার খেয়ে প্রচন্ড অসুস্থ বোধ করায় শিশুটিকে বাড়ি থেকে ৩০০ কিমি দূরে নিয়ে যাওয়া হয় আমেদাবাদের এক হাসপাতালে। গতকাল, শনিবার ওই শিশুটির মৃত্যু হয়েছে। তার অপরাধ ছিল দলিত হওয়া! এই প্রশ্ন করছেন মৃত শিশুর পরিবারের লোকজন। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিস। মৃত শিশুর পরিবারে তরফে থানায় মামলাও দায়ের করা হয়েছে। ঘটনার কথা জানতে পেরে গভীর শোকপ্রকাশ করেছেন কংগ্রেস শাসিত রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। ঘটনার পূর্ণ তদন্ত হবে বলে জানিয়েছেন তিনি। অভিযুক্তকে কড়া শাস্তি দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন তিনি। পাশাপাশি মৃত শিশুর পরিবারকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ওই শিক্ষক এক বেসরকারি বিদ্যালয়ে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। সেই স্কুলেই পড়াশুনা করত মৃত শিশুটি। ঘটনাকে কেন্দ্র করে যাতে অশান্তি না ছড়ায় তাই ওই এলাকায় আপাতত বন্ধ করা হয়েছে ইন্টারনেট।

14th     August,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ