বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

নির্মীয়মাণ বাঁধে ফাটল,
১৮টি গ্রাম খালির নির্দেশ

ভোপাল: নির্মীয়মাণ বাঁধে ফাটল। সেখান থেকেই চুইয়ে পড়ছে জল। তার জেরে আতঙ্ক ছড়াল মধ্যপ্রদেশের ধর জেলায়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১৮টি গ্রামের বাসিন্দাদের সুরক্ষিত এলাকায় সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। উদ্ধারকাজ শুরু করেছে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা দল। তাদের সহায়তায় নামানো হয়েছে স্থানীয় পুলিসকেও। বায়ুসেনার দু’টি ও সেনার একটি হেলিকপ্টারও মোতায়েন করা হয়েছে।  ইতিমধ্যেই রাজ্যের জলসম্পদমন্ত্রী তুলসি সিলাওয়াত বাঁধের কাছে ক্যাম্প তৈরি করেছেন। সেখানে স্থানীয় বিধায়ক রাজ্যবর্ধন সিং, জেলা প্রশাসন ও পুলিস আধিকারিকরা উপস্থিত রয়েছেন। উল্লেখ্য, ৩০৪ কোটি টাকা ব্যয়ে বাঁধ তৈরি পরিকল্পনা গ্রহণ করা হয়। গত চারবছর ধরে কাজ চলছে। এই প্রকল্প সম্পূর্ণ হলে ৫২টি গ্রামে সেচের চাহিদা মেটানো সম্ভব হবে বলে দাবি প্রশাসনের। সম্প্রতি নির্মীয়মাণ সেই বাঁধের কয়েকটি জায়গা থেকে জল বেরতে দেখা যায়। তাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দ্রুত উদ্ধার কাজ শুরু করেছে প্রশাসন।  

14th     August,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ