বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

প্রতিশ্রুতি রক্ষা নিয়ে মোদিকে কটাক্ষ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ২০২২ সাল তো শেষের দিকে এগচ্ছে, কবে হবে সকলের মাথায় ছাদ? কৃষকদের উপার্জন দ্বিগুণ? আমেদাবাদ থেকে মুম্বই বুলেট ট্রেন? শুক্রবার এই প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীকে চেপে ধরল কংগ্রেস। তবে কি এবার ১৫ আগস্ট লালকেল্লার ভাষণে প্রকল্পগুলির নতুন কোনও তারিখ ঘোষণা হবে? নাকি এটাও হবে আর এক ভাঁওতা? প্রশ্ন সোনিয়া গান্ধীর দলের। 
এআইসিসির মুখপাত্র অর্থনীতিবিদ গৌরব বল্লভ বলেন, ১০০ দিনের কাজ হোক বা সস্তায় কিংবা ফ্রি রেশন, জনস্বার্থে কোনও প্রকল্প চালালে তাকে ‘রেওড়ি’ সংস্কৃতি বলে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু তিনি যে গত পাঁচ বছরে ব্যবসায়ীদের ৯ লক্ষ ৯১ হাজার ৬৪০ কোটি মকুব করেছেন, তার কী হবে? দেশের ১০ হাজার ৩০৬ জনকে এই সুবিধা দেওয়া হয়েছে। ব্যাঙ্ক থেকে টাকা ধার নিয়েও তারা পরিশোধ করেনি। এটা কি রেওড়ি, নাকি গজক? তিনি আরও বলেন, ব্যবসায়ীদের যে বিপুল পরিমাণ টাকার ছাড় দেওয়া হয়েছে, তার মধ্যে ৭ কোটি ২৭ লক্ষ টাকা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের। এর মধ্যে মাত্র ১৪ শতাংশ উদ্ধার হয়েছে। বাকি হয়নি।

13th     August,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ