বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

খুচরো মুদ্রাস্ফীতি সামান্য কমলেও
অস্বস্তি কাটছে না আরবিআইয়ের

নয়াদিল্লি: খাতায়-কলমে সাময়িক স্বস্তি। জুলাই মাসে খুচরো বাজারে মুদ্রাস্ফীতির হার কমে হল ৬.৭১ শতাংশ। গত পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন এই হার। এর ঠিক আগের মাস, অর্থাৎ জুনে খুচরো মুদ্রাস্ফীতির হার ছিল ৭.০১ শতাংশ। শুক্রবার কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প বাস্তবায়ন মন্ত্রকের তরফে এই তথ্য প্রকাশ করা হয়েছে। তবে, জুলাইয়ে মুদ্রাস্ফীতি পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন হলেও রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) অস্বস্তি কাটছে না। কারণ এই নিয়ে টানা ৩৪ মাস মুদ্রাস্ফীতির হার ৪ শতাংশে বেঁধে রাখার লক্ষ্যমাত্রা অর্জন করা গেল না। শুধু তাই নয়, আরবিআইয়ের বক্তব্য ছিল খুচরো মুদ্রাস্ফীতি ৬ শতাংশের মধ্যে রাখা গেলে তা মোটামুটি সহনশীলতার মধ্যেই থাকবে। কিন্তু এই নিয়ে টানা সাত মাস সেই গণ্ডির উপরেই থাকল এই হার। পাশাপাশি মধ্য-মেয়াদে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের যে সময়সীমা বেঁধেছিল আরবিআই, তা থেকে আর মাত্র দু’মাস দূরে রয়েছে শীর্ষ ব্যাঙ্ক। হাতে থাকা মাত্র দু’মাসে কোন জাদুবলে তা অর্জন সম্ভব, সেই প্রশ্ন উঠছে। জুলাইয়ে খুচরো মুদ্রাস্ফীতি সামান্য কমলেও জুন মাসে দেশের শিল্পোৎপাদন নিম্নমুখী হয়েছে। পরিসংখ্যান মন্ত্রক এদিন জানিয়েছে, জুনে এই হার কমে হয়েছে ১২.৩ শতাংশ। এর ঠিক আগে মে মাসে শিল্পোৎপাদন বৃদ্ধির হার ছিল ১৯.৬ শতাংশ।

13th     August,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ