বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

গুজরাতে গাড়ির ধাক্কায় ৬ জনের মৃত্যু
চালক কং বিধায়কের জামাই, তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিস

গান্ধীনগর, ১২ আগস্ট: মর্মান্তিক দুর্ঘটনায় ছ'জনের মৃত্যু। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে গুজরাতের আনন্দ জেলায়। পুলিস সূত্রে খবর, ডালি গ্রামের কাছে একটি গাড়ি অটোরিকশা এবং মোটরবাইককে ধাক্কা মারে। অকুস্থলেই মারা যান অটোরিকশার চার যাত্রী এবং দুই বাইক আরোহী। মৃতদের মধ্যে তিনজন মহিলা বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই গাড়িচালককে গ্রেপ্তার করেছে পুলিস। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায়, আনন্দ এলাকার এএসপি অভিষেক গুপ্তা বলেন, সন্ধ্যা সাতটার সময় একটি গাড়ির সঙ্গে বাইক এবং অটোর ধাক্কা লাগে। দুর্ঘটনায় ছ'জন মারা গিয়েছেন। বর্তমানে গাড়ির চালক হাসপাতালে চিকিৎসাধীন।  জানা গিয়েছে, গাড়িচালক কেতন পাধিয়ারই গাড়ির মালিক। জানা গিয়েছে, তিনি কংগ্রেস বিধায়ক পুনমভাই মাধবভাই পারমারের জামাই। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সূত্রের খবর, কেতন মদ্যপ অবস্থায় ছিলেন। তার ফলেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে পুলিসের অনুমান। নিয়ম মেনে তাঁর শারীরিক পরীক্ষাও হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শুরু হয়েছে তদন্ত। অন্যদিকে দুর্ঘটনায় রাজনৈতিক যোগ থাকায় শুরু হয়েছে তরজা। বিষয়টি নিয়ে সরব হয়েছে গেরুয়া শিবির। বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, এটাই কংগ্রেসের আসল চেহারা।

12th     August,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ