বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

বাড়ছে কোভিডের প্রকোপ
মাস্ক বাধ্যতামূলক দিল্লিতে

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফের বাড়ছে কোভিডের সংক্রমণ। সামনেই উৎসবের মরশুম। তাই সাবধানতা অবলম্বনে রাজধানী দিল্লিতে ফের মাস্ক আবশ্যিক করা হল। প্রকাশ্যে পরতেই হবে মাস্ক। অন্যথায় ৫০০ টাকা জরিমানা। নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছে দিল্লি প্রশাসন। তবে প্রাইভেট চার চাকার গাড়িতে দেওয়া হয়েছে ছাড়। সেখানে একসঙ্গে অনেকে সফর করলেও মাস্ক আবশ্যিক নয়।
গোটা দেশেই ফের নতুন করে বাড়ছে কোভিডের সংক্রমণ। ফের আক্রান্ত প্রিয়াঙ্কা গান্ধী। সংক্রামিত রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে, বাংলার কংগ্রেস এমপি অভিষেক মনু সিংভি। রাহুল গান্ধীরও জ্বর জ্বর ভাব। বাতিল করেছেন রাজস্থানের রাজনৈতিক কর্মসূচি। বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ হাজার ২৯৯ জন কোভিড আক্রান্ত। গোটা দেশে এই মুহূর্তে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ২৫ হাজার ৭৬। মারা গিয়েছেন ৫৩ জন। দিল্লিতে বুধবার ২ হাজার ১৪৬ জন আক্রান্ত হয়েছেন। পজিটিভিটির হার বেড়ে হয়েছে ১৭.৮৩ শতাংশ। মারা গিয়েছেন আটজন। গত ফেব্রুয়ারি মাসের পর ফের একইদিনে এত দিন কোভিডে প্রাণ হারালেন দিল্লিতে। তাই সংক্রমণ রুখতে সহজ দাওয়াই হিসেবে ফের প্রকাশ্যে মাস্ক আবশ্যিক করা হল। সংক্রমণ রুখতে সুপ্রিম কোর্টের মধ্যেও আইনজীবীদের মাস্ক পরেই সওয়াল করার পরামর্শ দিয়েছেন দেশের প্রধান বিচারপতি এন ভি রামনা। 

12th     August,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ