বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

খয়রাতি ও জনকল্যাণ প্রকল্পের
মধ্যে তফাত আছে: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: ভোটের আগে ‘অযৌক্তিক খয়রাতি’র প্রতিশ্রুতি দিলে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের স্বীকৃতি বাতিল করা হোক। এই দাবিতে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন বিজেপি নেতা তথা আইনজীবী অশ্বিনী উপাধ্যায়। এই মামলায় বৃহস্পতিবার শীর্ষ আদালতের তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ সামনে এল। প্রধান বিচারপতি এন ভি রামনার নেতৃত্বাধীন বেঞ্চ বলল, খয়রাতি ও জনকল্যাণ প্রকল্পের মধ্যে পার্থক্য রয়েছে। এই দুইয়ের মধ্যে ভারসাম্য আনতে হবে। দেখতে হবে, অর্থনীতি যেন ধাক্কা না খায়, জনকল্যাণের কাজও বজায় থাকে। ভোটে ‘অযৌক্তিক খয়রাতি’র প্রতিশ্রুতি ‘গুরুতর ইস্যু’ বলেই মত বেঞ্চের। যদিও এজন্য দলগুলির স্বীকৃতি বাতিলের আর্জিকে ‘অগণতান্ত্রিক ধারণা’ বলে উল্লেখ করে এদিন তা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।
প্রধান বিচারপতি রামনার নেতৃত্বাধীন বেঞ্চ এদিন বলেছে, এই ইস্যুতে ১৭ আগস্টের মধ্যে সব পক্ষকে তাদের মতামত জানাতে হবে। সেই সঙ্গেই প্রধান বিচারপতির সাফ কথা, রাজনৈতিক দলের স্বীকৃতি বাতিলের মতো বিষয়গুলিতে আমি ঢুকতে চাই না। কারণ এই সব ধারণা ‘অগণতান্ত্রিক’। সর্বোপরি, আমরা গণতান্ত্রিক ব্যবস্থা অনুসরণ করি। আমাকে রক্ষণশীল বলতেই পারেন। তবে, আইনপ্রণেতাদের অধিকার খর্ব করতে চাই না। এটি গুরুতর ইস্যু। বিষয়টি সহজ নয়। অন্যান্যদের বক্তব্যও শুনতে দিন। আগামী ২৬ আগস্ট অবসর নিচ্ছেন প্রধান বিচারপতি। এদিন তিনি বলেন, ইতিমধ্যেই কিছু প্রবীণ আইনজীবী এই আবেদন নিয়ে তাঁদের পরামর্শ জানিয়েছেন। তাঁর অবসর নেওয়ার আগেই যাতে বাকি সব পক্ষ তাদের মতামত জানায়, এজন্য এদিন আর্জি জানান রামনা। আগামী ১৭ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেন। 
উপাধ্যায়ের হয়ে আদালতে সওয়াল করেন প্রবীণ আইনজীবী বিকাশ সিং। তাঁর বক্তব্য শোনার পর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ বলে, ইস্যুটি গুরুতর। যাঁরা খয়রাতি পাচ্ছেন, তাঁরা তা গ্রহণ করতেই চান। আমাদের দেশে জনকল্যাণকর রাষ্ট্র ব্যবস্থা রয়েছে। কেউ হয়তো বললেন, আমরা কর দিচ্ছি। করের সেই টাকা উন্নয়নের কাজেই ব্যবহার করতে হবে। তাই, সব পক্ষের বক্তব্যই কমিটিকে (সুপ্রিম কোর্ট গঠিত) শুনতে হবে। কেন্দ্রের পক্ষে উপস্থিত হয়ে সলিসিটার জেনারেল তুষার মেহতা বলেন, কিছু রাজনৈতিক দল খয়রাতি বিলিকে একেবারে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছে। 

12th     August,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ