বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

রাজৌরিতে সেনা ছাউনিতে হামলা
জঙ্গিদের, শহিদ তিন জওয়ান

শ্রীনগর, ১১ আগষ্ট: ২০১৬ সালে ঘুমের মধ্যেই জম্মু-কাশ্মীরের উড়িতে জওয়ানেদর উপর হামলা চালায় জঙ্গিরা। পাক অধিকৃত কাশ্মীর থেকে নালা দিয়ে ভারতের সীমান্ত অংশে এসে নিরস্ত্র সেনাদের উপর হামলা চালায় জইশ জঙ্গিরা। সেই ঘটনায় ১৯ জন জওয়ান শহিদ হন। ফের সেই একইরকমের হামলার প্রচেষ্টা। স্বাধীনতা দিবসের আগে ফের বড়সড় হামলার ছক কষেছিল জঙ্গিরা। কিন্তু নিরাপত্তা বাহিনীর তৎপরতায় সেই ছক বানচাল করা গিয়েছে। সূত্র্রের খবর, জম্মু-কাশ্মীরের রাজৌরিতে সেনা ছাউনিতে আত্মঘাতী হামলা চালায় এক জঙ্গি।  যার ফলে তিনজন জওয়ান শহিদ হন। আহত হন দুই জওয়ান। তারপরেই নিরাপত্তা বাহিনীর তৎপরতায় দুজন জঙ্গিকে নিকেশ করা গিয়েছে। জানা গিয়েছে, ওই দুই জঙ্গি সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতে সেনা ছাউনিতে ঢোকার চেষ্টা করছিল। তখনই নিকেশ করা হয় ওই দুই জঙ্গিকে। জম্মু জোনের এডিজিপি সংবাদসংস্থাকে জানিয়েছে, কেউ কাঁটাতার কেটে টপকানোর চেষ্টা করছিল। রাজৌরির পারগলের দরহাল এলাকায়। তারপরেই তৎপর হয়ে দুই জঙ্গিকে নিকেশ করা হয়েছে। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, আহত জওয়ানদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। লেফ্টেন্যান্ট জেনারেল মঞ্জিন্দর সিংয়ের নেতৃত্বে ১৬ জন কমান্ডার গোটা পরিস্থিতির উপর নজরদারি চালাচ্ছে।

11th     August,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ