বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

শেয়ার বাজারে ইপিএফের অর্থ
লগ্নি চুপিসারে বৃদ্ধি কেন্দ্রের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: গত মাসে দিল্লিতে ইপিএফও অছি পরিষদের গুরুত্বপূর্ণ বৈঠকে কর্মচারী প্রভিডেন্ট ফান্ড তহবিলের অর্থ শেয়ার বাজারে লগ্নির ঊর্ধ্বসীমা বৃদ্ধি করতে চেয়েছিল শ্রমমন্ত্রক। মোদি সরকারের সুনির্দিষ্ট প্রস্তাব ছিল, ইপিএফের অর্থ শেয়ার বাজারে লগ্নির ঊর্ধ্বসীমা ১৫ শতাংশ থেকে বৃদ্ধি করে ২০ শতাংশ করা হোক। কিন্তু বৈঠকে উপস্থিত সর্বভারতীয় শ্রমিক সংগঠনগুলির প্রতিনিধির তীব্র আপত্তিতে তা ভেস্তে যায়। শ্রমিকদের চাপে পড়ে সেই প্রস্তাব বৈঠকের এজেন্ডা থেকে তুলে নিতে একপ্রকার বাধ্য হন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী তথা পদাধিকারবলে ইপিএফও অছি পরিষদের চেয়ারম্যান ভূপেন্দ্র যাদব। আর এই বিতর্কের মধ্যেই প্রকাশ হয়েছে নতুন এক সরকারি তথ্য। সংশ্লিষ্ট সরকারি পরিসংখ্যানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, তিনটি আর্থিক বছরে শেয়ার বাজারে লগ্নির পরিমাণ ক্রমশ বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার। আর একে কেন্দ্র করেই শুরু হয়েছে নতুন বিতর্ক।
উল্লিখিত পরিসংখ্যানে ২০১৯-২০, ২০২০-২১ এবং ২০২১-২২ আর্থিক বছরে ইপিএফও কত টাকা ইটিএফে (এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড) লগ্নি করেছে, তার হিসেব দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে, এই তিন অর্থবর্ষে কেন্দ্র ধাপে ধারে লগ্নির পরিমাণ বৃদ্ধি করেছে ১২ হাজার কোটি টাকারও বেশি। চলতি অর্থবর্ষে গত জুন মাস পর্যন্ত কেন্দ্র শেয়ার বাজারে লগ্নি করেছে ১২ হাজার ১৯৯ কোটি ২৬ লক্ষ টাকা। এই অর্থবর্ষ শেষ হতে বাকি রয়েছে আরও অন্তত সাত-আট মাস। এবারের লগ্নির পরিমাণ আগের তিনটি অর্থবর্ষকেও ছাপিয়ে যাবে কি না, স্বাভাবিকভাবেই উঠছে সেই প্রশ্ন।  শেয়ার বাজারে খাটানোর জেরে শেষমেশ দেশের প্রায় সাড়ে ছ’কোটি ইপিএফ গ্রাহকের অর্থ কতটা সুরক্ষিত থাকবে, সেই প্রশ্ন একাধিকবার তুলেছে সর্বভারতীয় শ্রমিক সংগঠনগুলি। যদিও শ্রমমন্ত্রক সূত্রে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ইপিএফ গ্রাহকদের অযথা চিন্তার কোনও কারণ নেই। ফান্ড সুরক্ষিত রয়েছে।

11th     August,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ