বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

অবলুপ্তির পথে ব্র্যান্ড
এনডিএ, চাপে মোদি-শাহ

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এক ঢিলে দুই পাখি। এনডিএ ছেড়ে নীতীশ কুমার ঠিক এই কাজটাই করলেন। প্রথমত, এক লহমায় বিহারের ক্ষমতায় বিরোধী জোট। তাও আবার হিন্দিভাষী বলয়ের অন্যতম ভরকেন্দ্রে। দ্বিতীয়ত, অবলুপ্তির পথে অটলবিহারী বাজপেয়ির স্বপ্নের ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ) নামক রাজনৈতিক ব্র্যান্ড। এই দ্বিতীয় ঘটনাতেই বেশি চাপে বিজেপি। কারণ, এনডিএতে যে দলগুলি রয়েছে, সেগুলির সিংহভাগ গুরুত্ব ও তাৎপর্যহীন। সবথেকে বেশি সংখ্যক এমপি আছে উত্তরপ্রদেশের জোটশরিক আপনা দলের। কতজন? দু’জন! বাকি যাঁরা জোটে আছে, তাঁদের বেশিরভাগেরই একজন এমপি কিংবা শূন্য। অর্থাৎ, এনডিএ বলে আর কিছু নেই। জোটের আড়ালে একা বিজেপি। সেটাই সবথেকে উদ্বেগে ফেলেছে মোদি-শাহকে। কারণ ২০২৪ সালে বিজেপিকে একক সংখ্যাগরিষ্ঠতা পেতেই হবে। যদিও, বিরোধীরা মনে করছে, ২০১৯ সালে বিজেপি সর্বোচ্চ আসন (৩০৩) পেলেও ২০২৪-এ তা কমার সম্ভাবনাই বেশি। মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চে চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন, ২০২৪ সালে বিজেপি গরিষ্ঠতা পাবে না। আর বুধবার মোদিকে নীতীশের হুঁশিয়ারি, ‘চব্বিশের ভোটে জিততে পারবেন তো!’

11th     August,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ