বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

‘চব্বিশের ভোটে জিততে পারবেন তো?’
শপথ নিয়েই মোদিকে চ্যালেঞ্জ নীতীশের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে অষ্টমবার শপথ নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন নীতীশ কুমার। নাম না করে তাঁর খোঁচা, ২০১৪ সালে জিতেছেন। কিন্তু, ২০২৪-এর ভোটে জিততে পারবেন তো? গর্জে উঠেছে তাঁর দল জেডিইউও। নতুন সরকারের শপথের পর তারা জানিয়েছে, ‘আমরা সিবিআই-ইডিকে ভয় করি না।’
বিহারে জেডিইউ, আরজেডি, কংগ্রেস, বাম সহ সাত বিজেপি বিরোধী দলের নয়া মহাজোট সরকারের যাত্রা শুরু হল এদিন। ফের এনডিএ ছেড়ে লালুপ্রসাদ যাদবের দলকে সঙ্গী করায় নীতীশের ভাবমূর্তি, চরিত্র ও সরকারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে গেরুয়া শিবির। যদিও দুপুরে রাজ্যপাল ফাগু চৌহানের কাছে শপথ নেওয়ার পর যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, ‘মহাজোট সরকার খুব মসৃণভাবেই চলবে।’ এরপরই যে মোদির বিরোধিতা করে বিজেপির সঙ্গত্যাগ, তাঁকে একহাত নেন নীতীশ। সরাসরি বলেন, ‘২০১৪ সালে যাঁরা ক্ষমতায় এসেছিল, ২০২৪-এও তারা জয় পাবে তো? ২০২৪ সালের জন্য আমি সমস্ত বিরোধীকে একজোট হতে আহ্বান জানাব।’ একইসঙ্গে পরবর্তী প্রধানমন্ত্রীর দৌড়ে থাকার জল্পনা এদিন নস্যাৎ করেছেন তিনি। বিজেপির সঙ্গে জোট ভাঙার পর এবিষয়ে চর্চা ছিল তুঙ্গে। কিন্তু জেডিইউ সুপ্রিমোর সাফ কথা, ‘আমি এ ধরনের কোনও পদের (প্রধানমন্ত্রী) লড়াইয়ে নেই।’ 
রাজভবনে শপথ নিতে যাওয়ার আগে এদিন সকালে আরজেডি প্রধান লালুপ্রসাদকে ফোন করেন নীতীশ। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় দু’জনের। মহাজোটে শামিল হওয়ার জন্য জেডিইউ নেতাকে স্বাগত জানান লালু। তাঁর ছেলে তেজস্বী যাদব এদিন বিহারের উপ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী রাজশ্রী, মা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী এবং ভাই তেজপ্রতাপ। রাজভবন থেকে বেরিয়ে নীতীশের ডেপুটি বলেন, ‘সারা দেশের যা করা উচিত, বিহার তা করে দেখিয়েছে। বিজেপি আঞ্চলিক দলগুলিকে শেষ করে দিতে চাইছে। মহাজোট এতটাই শক্তিশালী যে বিধানসভায় বিরোধী হিসেবে একাই থাকবে বিজেপি।’
বিহারের নতুন মন্ত্রিসভায় বিজেপির হাতে থাকা দপ্তরগুলির প্রায় সবই আরজেডিকে দেওয়া হবে বলে জানা যাচ্ছে। কংগ্রেস পেতে পারে তিনটি দপ্তর। প্রাথমিকভাবে স্থির হয়েছে, প্রথম সম্প্রসারণে ৩৫ জনের মন্ত্রিসভা করা হবে। 

11th     August,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ