বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

১৮ দিনে ৮ বার! বিভ্রাট নিয়ে
স্পাইসজেটকে শোকজ নোটিস

নয়াদিল্লি: গত ১৮ দিনে আটবার বিপত্তি বেসরকারি বিমান পরিবহণ সংস্থা স্পাইসজেটে। বারবার এ ধরনের বিপত্তি যাত্রী সুরক্ষা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে। স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন কেন্দ্র। এর পরিপ্রেক্ষিতে বুধবার বিমান পরিবহণ সংস্থা স্পাইসজেটকে শোকজ নোটিস পাঠাল ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)। তিন সপ্তাহের মধ্যে এই শোকজের জবাব দিতে বলা হয়েছে। কারণ দর্শানোর নোটিসে ডিজিসিএ জানিয়েছে, ১৯৩৭ সালের এয়ারক্রাফ্ট আইন অনুযায়ী ‘সুরক্ষিত, দক্ষ এবং নির্ভরযোগ্য বিমান পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে স্পাইসজেট।’ বিমানের পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাবে এমনটা ঘটছে বলেও নোটিসে উল্লেখ করা হয়েছে। স্পাইসজেটের বিমান বিভ্রাটের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধেও। কারণ দর্শানোর নোটিস ট্যাগ করে মন্ত্রীর টুইট, ‘সবার আগে যাত্রী সুরক্ষা। উড়ানে ছোট ত্রুটি দেখা দিলেও তা ভালো করে খতিয়ে দেখে ব্যবস্থা নিতে হবে।’ দেখা গিয়েছে, গত ১৮ দিনে আটবার স্পাইসজেটের বিমানকে জরুরি ভিত্তিতে অবতরণ করতে হয়েছে। তার মধ্যে সাতটি যাত্রীবাহী এবং একটি কার্গো বিমান। মঙ্গলবারই স্পাইসজেটের তিনটি বিমানে ত্রুটির ঘটনা সামনে এসেছে। ওইদিন সকালে দিল্লি থেকে সময়েই দুবাইয়ের উদ্দেশে যাত্রা শুরু করে স্পাইসজেটের বোয়িং-৭৩৭ ম্যাক্স বিমান। বিমানটি তখন পাকিস্তানের আকাশে। পাইলট দেখেন, বামদিকের ট্যাঙ্ক থেকে অস্বাভাবিক জ্বালানি খরচ হয়ে যাচ্ছে। ইন্ডিকেটর দেখেই এই ইঙ্গিত পান তিনি। এরপরই বিমানটি করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করে। প্রায় ১১ ঘণ্টা অপেক্ষার পর দিল্লি থেকে অন্য একটি বিমান পাঠিয়ে যাত্রীদের দুবাই পৌঁছে দেয় বিমান সংস্থাটি। করাচিতে অবশ্য যাত্রীদের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। এদিকে, স্পাইসজেটের বিমান নিয়ে দেশের নানা প্রান্তের মতো কলকাতাতেও বিপত্তি ঘটেছে। মঙ্গলবার স্পাইসজেটের একটি কার্গো বিমান কলকাতা থেকে চীনের চোংকিং যাচ্ছিল। জানা গিয়েছে, উড়ানের পরেই ‘ওয়েদার রাডার’ থেকে বিচ্ছিন্ন হয়ে বিমানটি। বাধ্য হয়ে বিমানটিকে কলকাতায় ফিরিয়ে আনতে হয়। ফলে ওই বিমানটি গন্তব্যস্থলে পৌঁছতে পারেনি।

7th     July,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ