বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

ন’মাসে নয়, করোনার বুস্টার
ডোজ এবার থেকে ৬ মাসেই

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কোভিডের টিকার ‘প্রিকশান’ তথা বুস্টার ডোজের সময়ের ব্যবধান কমাল কেন্দ্র। এতদিন নিয়ম ছিল, বুস্টার ডোজের সঙ্গে দ্বিতীয় ডোজের ব্যবধান হতে হবে ন’মাস বা ৩৯ সপ্তাহ। তার আগে প্রিকশান ডোজ নেওয়া যাবে না। কিন্তু নতুন গবেষণায় উঠে এসেছে, এই নিয়মেরও বদল সম্ভব। বুস্টার নেওয়া যাবে আরও আগে। আর তাতে ফলও মিলছে হাতেনাতে। সেই মতো এবার দ্বিতীয় ডোজের ২৬ সপ্তাহ বা ৬ মাস পরেই বুস্টার নেওয়া যেতে পারে বলে সুপারিশ করেছে টিকা সংক্রান্ত কেন্দ্রীয় পরামর্শদাতা কমিটি ‘ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসারি গ্রুপ অন ইমিউনাইজেশন’ (এনট্যাগি)। সরকারও তা গ্রহণ করেছে। তার পরিপ্রেক্ষিতে বুধবার নতুন নিয়মে বুস্টারের ব্যবস্থা করতে সব রাজ্যকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ। উল্লেখ্য, সরকারি হিসেবে এখনও পর্যন্ত প্রায় ৪ কোটি ৭৬ লক্ষ নাগরিক বুস্টার ডোজ নিয়েছেন।
কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব বলেছেন, ১৮-৫৯ বছর বয়সিরা বুস্টার ডোজ নেওয়ার যোগ্য। সরকারি টিকাকেন্দ্রে স্বাস্থকর্মী, কোভিড-যোদ্ধা এবং ষাটোর্ধ্ব যে কোনও নাগরিককে বিনামূল্যে টিকার প্রিকশান ডোজ দেওয়া হবে। বেসরকারি ব্যবস্থায় অর্থ খরচ করেই মিলবে ভ্যাকসিন। রাজ্যগুলিকে তাঁর নির্দেশ, সময় পেরিয়ে গেলেও যারা বুস্টার নেয়নি, তাদের খুঁজে বের করে উৎসাহী করতে হবে। সফল করতে হবে ঘরে ঘরে টিকা কর্মসূচি ‘হর ঘর দস্তক’। 

7th     July,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ