বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

মঙ্গলবারের বদলে বুধবার গন্তব্যে পৌঁছলেন
করাচিতে জরুরি অবতরণ করা বিমানের যাত্রীরা!
বসে থাকতে হল ১১ ঘণ্টা, হতে হল চূড়ান্ত ভোগান্তির শিকার

নয়াদিল্লি, ৬ জুলাই: দেশের রাজধানী দিল্লি থেকে দুবাইয়ের উদ্দেশে মঙ্গলবার সকালে রওনা দিয়েছিল স্পাইস জেটের বিমান। কিন্তু যাত্রীরা গন্তব্যে পৌঁছলেন বুধবার রাতে। নির্দিষ্ট সময়ের প্রায় ১১ ঘণ্টা পরে। গতকাল প্লেনে যান্ত্রিক গোলযোগের ফলে পাকিস্তানের করাচিতে জরুরি অবতরণ করেছিল বিমান। এরপর সেখানেই ১১ ঘণ্টা বসে থাকতে হল দিল্লি থেকে দুবাইগামী স্পাইসজেটের ১৫০ জন যাত্রীদের। হতে হল চূড়ান্ত ভোগান্তির শিকার। প্রথমে সংস্থার পক্ষ থেকে বলা হয় অন্য একটি বিমান পাঠানো হবে করাচিতে। তাতে চেপেই দুবাইয়ের উদ্দেশে রওনা দেবেন যাত্রীরা। কিন্তু সেই বিকল্প বিমান পাঠাতেও দেরি করা হয় বলে যাত্রীদের একাংশের অভিযোগ। পরে সংস্থার বিকল্প বিমান এলে তাতে চেপেই দুবাই পৌঁছন যাত্রীরা। কিন্তু ততক্ষণে ক্যালেন্ডারের দিন বদলে গিয়েছে। মঙ্গলবার থেকে হয়ে গিয়েছে বুধবার। সূত্রের খবর, ইতিমধ্যেই ডিজিসিএ সংস্থাকে শোকজ করেছে।  
প্রসঙ্গত, গতকাল করাচি এয়ারপোর্টে জরুরি অবতরণ দুবাইগামী বিমানের। মঙ্গলবার সকালে দিল্লি বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা দেয় স্পাইস জেটের বিমান এসজি ১১। কিন্তু কিছুটা পথ যাওয়ার পরই যান্ত্রিক সমস্যা দেখা দেয়। বেগতিক দেখে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন বিমানের পাইলট। এরপর করাচি বিমানবন্দরে অবতরণ করে দুবাইগামী স্পাইস জেটের বিমান। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সকল যাত্রীই সুরক্ষিত রয়েছেন। বিমানের সমস্যার বিষয়ে সংস্থা জানিয়েছে, প্লেনটিতে আলোর সমস্যা হচ্ছিল। সেজন্যই তড়িঘড়ি এই সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি স্পাইসজেট জানায়, দিল্লি থেকে অন্য একটি বিমান করাচিতে পাঠানো হচ্ছে। এসজি ১১-এর যাত্রীদের নিয়ে দুবাই রওনা দেবে নতুন এই বিমানটি। তার আগে পর্যন্ত করাচিতেই যাত্রীদের বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে, এদিন করাচিতে বিমানের জরুরি অবতরণের খবর পেয়েই উদ্বিগ্ন হয়ে পড়েন যাত্রীদের পরিজনেরা। তারপরই বিমান সংস্থার মুখপাত্র একটি বিবৃতি দেন। বলেন, দিল্লি থেকে দুবাইগামী স্পাইসজেটের বিমানটিতে ইন্ডিকেটকরের আলোর সমস্যা দেখা দিয়েছিল। ফলে যান্ত্রিক ত্রুটির জন্য বিমানটি করাচির দিকে ঘুরিয়ে দেওয়া হয়। বর্তমানে করাচি এয়ারপোর্টে বিমানটি নিরাপদেই অবতরণ করেছে। যাত্রীরাও সুরক্ষিত রয়েছেন। যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর জন্য আলাদা বিমানের  ব্যবস্থা করা হয়েছে। এই নিয়ে গত তিনমাসে আটবার স্পাইসজেটের বিমানে যান্ত্রিক গোলযোগের ঘটনা ঘটল। মাত্র কয়েকদিন আগেই দিল্লি বিমানবন্দরে একটি বিমান জরুরি অবতরণ করেছিল। কারণ বিমানের ভিতর কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল। তার আগে ইঞ্জিনে আগুন লাগার ফলে দিল্লিগামী একটি বিমানকে পাটনায় অবতরণ করা হয়েছিল। বারবার এই একই ধরণের ঘটনা ঘটায় ইতিমধ্যেই যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই। আজ, বুধবার সকালে খারাপ আবহাওয়ার ফলে মুম্বই এবং কলকাতায় সংস্থার বিমান ওঠানামায় সামান্য দেরি হতে পারে। টুইটে একথা জানিয়েছে সংস্থা।

6th     July,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ