বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

হিমাচলে মেঘ ভেঙে হড়কাবান
বহু মানুষের ভেসে যাওয়ার আশঙ্কা

কুলু, ৬জুলাই: হিমাচলে বর্ষার পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে। আজ, বুধবার কুল্লু জেলার আচমকাই পার্বতী ভ্যালিতে মেঘ ভেঙে প্রবল বৃষ্টিপাত শুরু হয়। আচমকা প্রবল বৃষ্টির জেরে হওয়া হড়কাবানে ভেসে যায় বিস্তীর্ণ এলাকা। প্লাবনের কবলে পড়া পার্বতী ভ্যালির চোজ নুল্লাহ একটি জনপ্রিয় পর্যটনস্থল। তাই বেশ কিছু পর্যটক ওই এলাকায় আটকে রয়েছেন বলে খবর। বর্তমানে ওই গোটা এলাকা সম্পূর্ণ বিচ্ছিন্ন। তাই স্থানীয় বাসিন্দা তথা পর্যটকদের সুরক্ষা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। বর্ষা চোজ নুল্লু তথা পারিপার্শ্বিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে বলে খবর। ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। এখনও অবধি ৪জন ব্যক্তির নিখোঁজ হওয়ার খবর মিলেছে। এদিকে উদ্ধারকার্যের উদ্দেশে যাওয়ার পথে ধসের মুখে পড়ে উদ্ধারকারী দল। তারা বর্তমানে কাসোল-জয়মালা রোডেই আটকে রয়েছে। এরফলে উদ্ধারকার্যে বিলম্ব হচ্ছে। জলের তোড়ে কিছু পর্যটকও ভেসে গিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সব মিলিয়ে পরিস্থিতি বেশ ভয়াবহ। পাশাপাশি আরও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এলাকার সংযোগকারী ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গিয়েছে অনেক বাড়িও।  

6th     July,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ