বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

ব্যক্তি মোদি নয়, নিশানায় কেন্দ্রের নীতি,
গুজরাত ভোটের আগে কৌশল কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: একের পর এক রাজ্য ‘হাত’ছাড়া হচ্ছে। তাই ক্ষমতা দখলের লক্ষ্যে নিজেদের স্ট্র্যাটেজি বদলে উদ্যোগী কংগ্রেস। চলতি বছরের শেষে গুজরাতে ভোট। তাই সেখান থেকেই নতুন পরিকল্পনার পরীক্ষা করতে চাইছে সোনিয়া গান্ধীর দল। ভোট প্রচারে একসময় নরেন্দ্র মোদিকে ‘মওত কা সওদাগর’ বলেছিলেন স্বয়ং সোনিয়া গান্ধী। কংগ্রেসের মণিশঙ্কর আইয়ারের মুখে শোনা গিয়েছিল, ‘চায়েওয়ালা’ ‘নীচ আদমি।’ যা ভোটে, বিশেষত গুজরাতের নির্বাচনে কাজে দেয়নি বলেই দেখেছে কংগ্রেস। সম্প্রতি সুপ্রিম কোর্ট গোধরা মামলায় নরেন্দ্র মোদিকে ক্লিনচিটও দিয়েছে। ফলে চাপে পড়ে গিয়েছে কংগ্রেস। তাই স্ট্র্যাটেজি বদলের ভাবনাচিন্তা চলছে। দলের অভ্যন্তরীণ বৈঠকে সেই মতো আলোচনাও শুরু হয়েছে। 
দলীয় সূত্রে জানা গিয়েছে, চলতি বছরে গুজরাত, হিমাচল প্রদেশের ভোট স্ট্র্যাটেজি নিয়ে কংগ্রেসের ‘ওয়াররুম’ নামে পরিচিত ১৫ গুরুদোয়ারা রকাবগঞ্জ রোডের বাংলোয় সম্প্রতি বৈঠক হয়েছে। যেখানে প্রিয়াঙ্কা গান্ধী, পি চিদম্বরম, মুকুল ওয়াসনিক, জয়রাম রমেশের পাশাপাশি ভোট কুশলী প্রশান্ত কিশোরের একসময়ের সহকর্মী সম্প্রতি কংগ্রেসে যোগ দেওয়া সুনীল কানুগোলুও উপস্থিত ছিলেন। গুজরাতের দায়িত্বপ্রাপ্ত এআইসিসির সাধারণ সম্পাদক রঘু শর্মাও বৈঠকে অংশ নেন। 
সূত্রে খবর, ঠিক হয়েছে, সরাসরি নরেন্দ্র মোদির নাম না করে ঘুরিয়ে আক্রমণ করা হবে। তোপ দাগা হবে মোদি সরকারের নীতির বিরুদ্ধে। সমালোচনা হবে গুজরাত সরকারের ব্যর্থতা নিয়েও। এরই মধ্যে এই রাজ্যে শক্তিশালী হয়ে উঠছে অরবিন্দ কেজরিওয়ালের আপ। তাই সবদিক বজায় রেখে রাজ্যে ক্ষমতা দখলের কৌশল তৈরি করতে চায় কংগ্রেস।

 

6th     July,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ