বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

চিকিৎসার উপকরণে জিএসটি বৃদ্ধি,
বাড়তে পারে মেডিক্লেমের প্রিমিয়াম

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রবল মূল্যবৃদ্ধির আঁচে বর্ধিত ইএমআইয়ের আর্থিক বোঝা বইতে হচ্ছে মধ্যবিত্তকে। এরই মধ্যে এবার চিকিৎসা ব্যয়ও আয়ত্তের বাইরে চলে যাওয়ার উপক্রম হয়েছে। জিএসটি কাউন্সিল অপ্রত্যাশিতভাবে চিকিৎসা ক্ষেত্রের সঙ্গে যুক্ত একঝাঁক পরিষেবার জিএসটি বৃদ্ধি করায় চিকিৎসার বিল এক ধাক্কায় অনেকাটাই বেড়ে যাবে। শুধু যে চিকিৎসার বিল বাড়বে তাই নয়, এই অতিরিক্ত জিএসটির জেরে পরোক্ষে স্বাস্থ্যবিমার প্রিমিয়ামও বেড়ে যাওয়ার সম্ভাবনা। কারণ, যেহেতু হাসপাতালে ভর্তি থাকা রোগীর বেড ভাড়া, চিকিৎসা উপকরণ, বিশেষ কিছু অতিরিক্ত পরিষেবার জিএসটি বাড়ানো হয়েছে, স্বাভাবিকভাবেই  ওই বৃদ্ধির সঙ্গে সাযুজ্য ঩রেখে আগামীদিনে মেডিক্লেম প্রিমিয়াম বাড়ার সম্ভাবনা প্রবল। অথচ স্বাস্থ্যবিমার উপর ১৮ শতাংশ জিএসটি কমিয়ে ৫ শতাংশ করার একটি দাবি দেশজুড়ে তৈরি হয়েছিল। জিএসটি সংক্রান্ত ফিটমেন্ট কমিটি এই দাবি মেনেও নিয়েছিল। কিন্তু আদতে দেখা গেল স্বাস্থ্যবিমার জিএসটি ১৮ শতাংশেই রেখে দেওয়া হয়েছে। আবার তার সঙ্গে বাড়তি বোঝা হাসপাতালের বেডে পাঁচ শতাংশ নতুন জিএসটি বলবৎ হওয়া। বায়ো মেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্টে ১২ শতাংশ জিএসটি বসানো হয়েছে। এভাবে চিকিৎসার খরচের অত্যধিক বৃদ্ধি নিয়ে প্রবল ক্ষুব্ধ বেসরকারি হাসপাতালের কেন্দ্রীয় সংগঠন থেকে শুরু করে ফিকির মতো বণিকসভাও। বণিকসভার পক্ষ থেকে অর্থমন্ত্রকে চিঠিও লেখা হয়েছে। সেখানে মূলত প্রশ্ন তোলা হয়েছে, মূল্যবৃদ্ধির আঁচে আবার নতুন করে কেন চিকিৎসা খরচ বাড়িয়ে দেওয়া হল? নীরব নেই বিরোধীরাও। মঙ্গলবার রাহুল গান্ধীও সরকারকে তীব্র আক্রমণ করেছেন। তিনি বলেছেন স্বাস্থ্যবিমায় জিএসটি ১৮ শতাংশ, হাসপাতালের রুম ভাড়ার উপর জিএসটি ৫ শতাংশ। মানুষের উপর মোদি সরকার আর কত  চাপ বাড়াবে? জিএসটি নাকি গব্বর সিং ট্যাক্স? ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে অর্থমন্ত্রীকে চিঠি লিখে দাবি করা হয়েছে, স্বাস্থ্য পরিষেবায় জিরো জিএসটি হার চালু করুন। হাসপাতালের পরিষেবার উপর চাপানো জিএসটি অথবা রুম ভাড়া দুই খরচের ব্যয়ভারই আদতে রোগীকেই বহন করতে হবে। 
হাসপাতাল সংগঠনের দাবি, এখনই এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক। কারণ, যে কোনও রোগের চিকিৎসা অথবা সার্জারির ক্ষেত্রে যে প্যাকেজ অফার করা হয় তার মধ্যেই থাকে রুম ভাড়া। এখন আবার নতুন করে নন আইসিইউ রুমের জন্য এই নতুন পাঁচ শতাংশ জিএসটি আরোপ করা হলে, কীভাবে বোঝা সম্ভব যে একজন রোগীর কোন ধরনের রুমের প্রয়োজন? সুতরাং হাসপাতাল ও রোগীর পরিবারের মধ্যে চিকিৎসা বিল নিয়ে নিত্যদিনের অশান্তি ও ভুল বোঝাবুঝি  তৈরি হবে। 

6th     July,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ