বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

খারাপ আবহাওয়া
আপাতত বন্ধ অমরনাথ যাত্রা,
বেস ক্যাম্পে আটকে তিন হাজার যাত্রী

শ্রীনগর, ৫ জুলাই: খারাপ আবহাওয়ার কারণে সাময়িকভাবে বন্ধ করা হল অমরনাথ যাত্রা। বালতাল এবং পহেলগাঁওয়ে সাময়িকভাবে বন্ধ করা হয়েছে যাত্রা। সরকারিভাবে জানানো হয়েছে, খারাপ আবহাওয়ার কারণেই তীর্থযাত্রীদের এগোতে দেওয়া হচ্ছে না। জম্মু ও কাশ্মীরে গতকাল অর্থাৎ সোমবার রাত থেকে উপত্যকায় প্রবল বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া অত্যন্ত খারাপ। এই পরিস্থিতি দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। যাত্রীদের সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত সেজন্যই রাজ্য প্রশাসন সাময়িক ভাবে অমরনাথ যাত্রা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। পহেলগাঁওয়ে নুনওয়ান বেস ক্যাম্প থেকে তীর্থযাত্রীদের না এগোনোর জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর ফলে ক্যাম্পে আটকে পড়েছেন প্রায় তিন হাজার যাত্রী। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে এবং আবহাওয়া পরিষ্কার হলে ফের যাত্রা শুরু করা হবে বলে রাজ্য প্রশাসন সূত্রে খবর। অন্যদিকে, উপত্যকায় আগামী ২৪ জুলাই থেকে নাগাড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত ৩০ জুন থেকে শুরু হয়েছে এবছরের অমরনাথ যাত্রা। ১১ অগস্ট এই তীর্থযাত্রার শেষ দিন। ফলে তার আগেই যাত্রা করে নিতে চাইছিলেন অধিকাংশ দর্শনার্থীরা। জানা গিয়েছে, ইতিমধ্যেই ৬০ হাজারেরও বেশি দর্শনার্থী অমরনাথ যাত্রা সম্পন্ন করেছেন। এদিকে আবহাওয়া বিরূপ। সাময়িকভাবে বন্ধ যাত্রাও। ফলে ক্যাম্পে আটকে পড়া যাত্রীরা বেশ মুষড়ে পড়েছেন। বেস ক্যাম্পে বসে অনেক তীর্থযাত্রীরাই আবহাওয়ার দ্রুত উন্নতির প্রার্থনা করছেন।

5th     July,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ