বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

রাতভর প্রবল বৃষ্টিতে ভাসল মুম্বই
জলমগ্ন একাধিক এলাকা, ব্যাহত ট্রেন চলাচল

মুম্বই, ৫ জুলাই: কয়েকদিন আগেই প্রবল বর্ষণে ভেসেছিল রাজধানী দিল্লি। এবার সেই ধারা শুরু হল দেশের বাণিজ্যনগরীতেও। গতকাল অর্থাৎ সোমবার রাত থেকেই মুম্বইতে ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে। যা আজ, মঙ্গলবার সকালেও চলছে। তার জেরে শহরের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। দেখা দিয়েছে প্রবল যানজট। প্রধান সড়কগুলিতে যানবাহন অত্যন্ত ধীরগতিতে চলছে। লোকাল ট্রেন চলাচলও বৃষ্টির কারণে ব্যাহত হয়েছে। বেশ কিছু দুরপাল্লার ট্রেন দেরিতে চলছে। রাতভর ভারী বৃষ্টির ফলে জলমগ্ন মুম্বইয়ের সিওন এলাকাও। পাশাপাশি থানে জেলার জন্য হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। পালঘর জেলার জন্য আগামী দু'দিন হলুদ সতর্কতা এবং পরের তিনদিনের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনডিআরএফ টিম মুম্বইতে মোতায়েন করা হয়েছে। তাঁদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে মুম্বই এবং পার্শ্ববর্তী জেলা আধিকারিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিয়ে মুখ্যসচিব মনুকুমারের সঙ্গে বৈঠকও সেরেছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, মুম্বই-সহ থানে, পালঘর, রায়গড়, রত্নাগিরি, সিন্ধুদুর্গ, পুনে, বিড, লাতুর, জালনা, পারভানি এবং রাজ্যের আরও কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তার ফলে স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ রাজ্য প্রশাসনের আধিকারিকদের কপালে।

5th     July,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ