বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

আদিবাসী মহিলাকে নিগ্রহ, ধৃত ৯

দেওয়াস (মধ্যপ্রদেশ): বিবাহ বর্হিভূত সম্পর্কের সন্দেহে মধ্যপ্রদেশে এক আদিবাসী মহিলাকে মারধরের অভিযোগ উঠল। শুধু তাই নয়, স্বামীকে কাঁধে নিয়ে তাঁকে হাঁটতেও বাধ্য করেছে গ্রামবাসীরা। রবিবার এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উদয়নগর থানার বরপাদভ গ্রামে। এমনকী, ওই মহিলার জামাকাপড় ছিঁড়েও নিগ্রহ করা হয় বলে অভিযোগ। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, গ্রামবাসীরা জনসমক্ষে ওই মহিলাকে চড়থাপ্পড় মারছে। তারপর স্বামীকে কাঁধে নিয়ে হাঁটতে বাধ্য করছে। অন্য একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ওই মহিলা ও হরি সিং ভিলালা নামে এক ব্যক্তির গলায় জুতোর মালা পরানো হয়েছে। তাঁদের নানাভাবে নিগ্রহ করা হচ্ছে। হরিই পরে থানায় ওই মহিলার স্বামী সহ ১১ জনের বিরুদ্ধে এফআইআর করেন। এএসপি সূর্যকান্ত শর্মা জানিয়েছেন, ওই ঘটনায় ইতিমধ্যেই ন’জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি তিনজনের খোঁজে তল্লাশি চলছে। হরি পুলিসকে জানিয়েছেন, ওই মহিলাকে তিনি ছ’মাস ধরে চেনেন। সেই সূত্রেই শনিবার ওই মহিলা তাঁর বাড়িতে আসেন। এরপরই ওই মহিলার স্বামী গ্রামবাসীদের সঙ্গে নিয়ে তাঁদের উপর চড়াও হন। বাড়ি থেকে টেনে বের করে জনসমক্ষে মারধর করেন। 
ঘটনাটি জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রাজ্যে ক্ষমতাসীন বিজেপির কড়া সমালোচনা করেছেন মধ্যপ্রদেশের কংগ্রেস সভাপতি কমল নাথ। তাঁর বক্তব্য, রাজ্যে আদিবাসীদের বিরুদ্ধে নৃশংসতা ক্রমেই বেড়ে চলেছে। রাজনৈতিক ফায়দা লুটতে বিজেপি মুখে আদিবাসীদের সম্পর্কে বড় বড় কথা বলে, কিন্তু বাস্তবে ছবিটা তার বিপরীত। প্রসঙ্গত, শনিবার মধ্যপ্রদেশের গুনা জেলায় জমি বিতর্কে এক আদিবাসী মহিলার গায়ে আগুন লাগানোর অভিযোগে উঠেছে তিনজনের বিরুদ্ধে। ভোপালের একটি হাসপাতালে তিনি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ফের এক আদিবাসী মহিলাকে নিগ্রহের অভিযোগ সামনে আসায় স্পষ্টতই অস্বস্তিতে রাজ্য সরকার।

5th     July,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ