বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

নূপুর শর্মাকে নিয়ে ‘আপত্তিকর’ টুইট
অখিলেশের বিরুদ্ধে পদক্ষেপের
দাবি জাতীয় মহিলা কমিশনের

নয়াদিল্লি: বিতর্কিত মন্তব্যের জন্য সুপ্রিম কোর্ট ভর্ৎসনা করেছে বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মাকে। তাঁকে দেশবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের ‘আপত্তিকর’ টুইটের প্রেক্ষিতে বিজেপির এই সাসপেন্ডেড সদস্যের পাশে দাঁড়াল জাতীয় মহিলা কমিশন (এনসিডব্লুও)। উত্তরপ্রদেশ পুলিসের কাছে অবিলম্বে অখিলেশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে। রাজ্য পুলিসের মহানির্দেশক ডি এস চৌহানকে লেখা চিঠিতে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা বলেছেন, ‘জাতীয় মহিলা কমিশন অখিলেশের উস্কানিমূলক টুইটটি দেখেছে। এই টুইটের মাধ্যমে নূপুর শর্মার বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ উগরে দেওয়া হয়েছে। দু’টি সম্প্রদায়ের মধ্যে বিভেদে উৎসাহ দেওয়া হয়েছে। তাই, অখিলেশ যাদবের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ করা হোক।’ অখিলেশের টুইটের ভাষা ‘অশালীন’ বলেও অভিযোগ করেছেন তিনি। প্রসঙ্গত, টুইটে অখিলেশ আরও বলেছিলেন, নূপুরকে শুধু ক্ষমা চাইলেই হবে না, দেশের সম্প্রীতি নষ্ট করার জন্য তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। 
এদিন উদয়পুর ও অমরাবতীর বিষয় নিয়ে এনআইএ প্রধান দীনকর গুপ্তার সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্র মন্ত্রকের অফিসে তাঁদের মধ্যে প্রায় ৪০ মিনিট কথা হয়। ওই দুই খুনের ঘটনায় দ্রুত ন্যায় বিচার দিতে নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে, অমরাবতী খুনের ঘটনা পুলিস ধামাচাপা দিতে চেয়েছিল বলে নির্দল সাংসদ নভনীত রানা যে অভিযোগ করেছিলেন, তা এদিন নস্যাৎ করেছেন পুলিস কমিশনার আরতি সিং।

5th     July,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ