বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

পয়গম্বর ইস্যুতে নূপুরকে
ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

নয়া দিল্লি, ১ জুলাই: সংবাদমাধ্যমে নূপুর শর্মার পয়গম্বর ইস্যুতে মন্তব্য করায় গোটা দেশে আগুন জ্বলে। একাধিক রাজ্যে বিক্ষোভ চরমে পৌঁছায়। মৃত্যু হয় অনেকেরই। দেরীতে হলেও নিজের মন্তব্যের জন্য ক্ষমা চান নূপুর। যদিও তাতে ক্ষতে প্রলেপ পড়েনি। পয়গম্বর ইস্যুতে মন্তব্য করায় নূপুরের বিরুদ্ধে দেশের একাধিক প্রান্তে মামলা দায়ের করা হয়। সর্বত্রই হাজিরা দেওয়ার আগে তিনি জানান তাঁর প্রাণনাশের হুমকির কথা বলেছেন। প্রত্যেক থানায় চার সপ্তাহ সময় চেয়ে সমস্ত মামলা দিল্লিতে স্থানান্তর করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানান বহিষ্কৃত বিজেপি নেত্রী। যার শুনানিতে নূপুর শর্মাকে কার্যত তুলোধনা করেন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত। তিনি বলেন, আপনি অবিবেচকের মত কাজ করেছেন। আপনার মন্তব্যে উস্কানি ছিল। সেইজন্য উদয়পুরের মত ঘটনা ঘটেছে। টিভিতে মন্তব্য করার পর আপনি অনেক দেরীতে ক্ষমা চান। দেশে যা অশান্তি হয়েছে তার জন্য নূপুর শর্মা দায়ী। আপনার নিরাপত্তা নিয়ে কোনও বিপদ নেই, বরং আপনিই নিরাপত্তার জন্য বিপদের কারণ হয়ে উঠেছেন। ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের মুখপাত্র হয়ে যা কিছু বলা যায় না। ক্ষমতার দম্ভ আপনার মাথায় চড়ে গিয়েছে। গণতন্ত্রে বাক স্বাধীনতা রয়েছে। তার মানে এই নয় লাগামছাড়া মন্তব্য করবেন। এরই সঙ্গে সুপ্রিম কোর্টের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে যে রাজ্যে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে সেই বিষয়ে হাইকোর্টে আবেদন জানান। এই ঘটনায় দিল্লি পুলিসের ভূমিকা নিয়েও কড়া সমালোচনা করে দেশের সর্বোচ্চ আদালত। পয়গম্বর ইস্যুতে নূপুরের বিরুদ্ধে প্রথম এফআইআর দায়ের করা হয় দিল্লি পুলিসের কাছেই। কিন্তু কেন এখনও কোনও পদক্ষেপ গ্রহণ করেনি পুলিস সেই প্রশ্ন করেন বিচারপতি।   

1st     July,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ