বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

রাহুলের অফিসে ভাঙচুর: এসএফআই
জেলা কমিটির নিন্দায় কেন্দ্রীয় নেতারা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কেরলের ওয়ানাড়ে রাহুল গান্ধীর সংসদীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় এবার কার্যত গোষ্ঠী কোন্দলে জড়িয়ে গেল সিপিএম। এসএফআইয়ের সংশ্লিষ্ট জেলা কমিটির ওই কর্মসূচি সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব সমর্থন করে না। অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে জেলা সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে। শনিবার এ কথা সাফ জানিয়ে দিয়েছে এসএফআইয়ের সেন্ট্রাল এগজিকিউটিভ কমিটি। 
দলের অন্দরের খবর, সিপিএমের এখন সবথেকে বড় চিন্তা হয়ে দাঁড়িয়েছে বিরোধী জোটে থাকার বিষয়টি নিয়ে। আর তাই শনিবার এসএফআইয়ের কেন্দ্রীয় নেতৃত্বকে দিয়ে সিপিএম স্পষ্ট বার্তা দিয়েছে যে, দেশের বর্তমান পরিস্থিতিতে সব ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক শক্তিকেই এককাট্টা হয়ে লড়াই করতে হবে। অর্থাৎ, এখন একে অপরের বিরুদ্ধে লড়ার সময় নয়। যে কারণে শুক্রবারই রাহুল গান্ধীর সংসদীয় কার্যালয়ে ভাঙচুর চালানোর ঘটনার কড়া নিন্দা করে বিবৃতি দিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। পুলিস তদন্তও শুরু করেছে। প্রবল সমালোচনা করেছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও। শনিবার এসএফআইয়ের সভাপতি ভি পি সানু জানিয়েছেন, ‘জেলা কমিটি যা করেছে, তা কোনওমতেই সমর্থনযোগ্য নয়। এমনকী তাদের ওই মিছিলের কথা সংগঠনের রাজ্য কমিটিও জানত না। আমরা দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
তবে শনিবার বিকেলেই একপ্রকার নজিরবিহীনভাবে সিপিএমের কেন্দ্রীয় কার্যালয় নয়াদিল্লির এ কে গোপালন ভবনের সামনে তুমুল বিক্ষোভ দেখিয়েছে যুব কংগ্রেস। সেইসময় পার্টি অফিসেই ছিলেন ইয়েচুরি। পরে এই বিক্ষোভের ঘটনার নিন্দা করে তিনি বলেন, ‘কেরলের মুখ্যমন্ত্রীকে যখন হেনস্তা করা হল, তখন কি আমরা দিল্লিতে কংগ্রেসের সদর কার্যালয়ে গিয়ে বিক্ষোভ দেখিয়েছি? কেরলের ঘটনার রেশ এখানে টানা হচ্ছে কেন? ওয়ানাড়ের ঘটনা নিয়ে ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে কেরল সরকার।’ এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরলীধরন অভিযোগ করেছেন, ‘কেরলে কংগ্রেস-সিপিএমের গোলমালে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বিজয়ন সরকার কেরলের মানুষকে শান্তি দিতে পারছেন না।’

26th     June,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ