বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

খুনের পর দেহ নিয়ে ট্রেনে সওয়ার,
অভিযুক্তকে গ্রেপ্তার মুম্বই পুলিসের

মুম্বই: ক্রাইম থ্রিলারের হাড়হিম করা চিত্রনাট্যও হার মানবে। তরুণী (৩০) খুনে অভিযুক্ত যুবককে (২১) বুধবার গ্রেপ্তার করল মুম্বই পুলিস। তার নাম বিকাশ খয়েরনার। বাড়ি গোরেগাঁওয়ের ফিল্ম সিটি সংলগ্ন সন্তোষনগরে। মৃতার নাম সরিকা চালকে। তার বাড়িও সন্তোষনগরে। লোকাল ট্রেনে চড়ে মৃতদেহ রেললাইনের ধারে ফেলে আসে অভিযুক্ত।  পুলিস জানিয়েছে বিকাশ ও সরিকা দু’জনেই স্যাটেলাইট টাওয়ার নামে এক আবাসনের পরিচারিকার কাজ করত। তিন বছর ধরে তাদের একে অপরের সঙ্গে পরিচয়। গত সোমবার সকাল আটটা নাগাদ কাজের জন্য বেরিয়ে গেলেও আর বাড়ি ফেরেননি সরিকা। স্ত্রী নিখোঁজ বলে দীনদোশি থানায় অভিযোগ দায়ের করেন তাঁর স্বামী।  তদন্তে নামে মুম্বই সেন্ট্রাল রেল পুলিস। মঙ্গলবার মাহিম ও মাতুঙ্গা স্টেশনের মাঝে বস্তাবন্দি অবস্থায় ওই মহিলার গলা কাটা দেহ উদ্ধার হয়। পেটে ছিল চারটি আঘাতের চিহ্ন। হাতে একাধিক ক্ষতচিহ্ন। এরপরেই সন্তোষনগরে সরিকার বাড়ির আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিস। দেখা যায়, সরিকা কাজের জন্য বেরিয়ে যাচ্ছেন। তদন্তে নেমে পুলিস জানতে পারে, সরিকাকে তিন হাজার টাকা ধার দেয় বিকাশ। দিনকয়েক আগে সেই টাকা ফেরত চেয়েছিল সে। এই নিয়ে বচসার জেরেই সরিকাকে খুন করে বিকাশ। জেরায় এমন জানিয়েছে সে। যদিও পুলিসের সন্দেহ, সরিকাকে ভালোবাসত বিকাশ। কিন্তু, সরিকা তাতে সাড়া দেননি।
মুম্বইয়ের সেন্ট্রাল জিআরপির সিনিয়র ইনসপেক্টর কেদারি পাওয়ার বলেন, খুনের পর সরিকার দেহ প্রথমে একটি বস্তায় ভরে বিকাশ। তারপর আরও একটি বস্তায় ভরে সে আবাসন থেকে বেরিয়ে আসে। তারপরে অটো ধরে গোরেগাঁও স্টেশনে আসে অভিযুক্ত। সেখান থেকে ট্রেনে চড়ে মাহিমে নামে সে। এরপর রেল লাইনে বস্তাটি ফেলে দেয় বিকাশ। উদ্দেশ্য ছিল, প্রমাণ লোপট। বুধবার তাকে পাকড়াও করে ফেলে মুম্বই পুলিস।

26th     May,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ