বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

প্রথম মহিলা কমব্যাট অ্যাভিয়েটর,
ইতিহাস ক্যাপ্টেন অভিলাষার

নয়াদিল্লি: ইতিহাস সৃষ্টি করলেন ক্যাপ্টেন অভিলাষা বরাক। ভারতীয় সেনার অ্যাভিয়েশন কর্পসের কমব্যাট অ্যাভিয়েটর হিসেবে যোগ দিলেন তিনি । সেনার এই শাখার প্রথম মহিলা কমব্যাট অ্যাভিয়েটর অফিসার হলেন অভিলাষা। বুধবার সেনার পক্ষ থেকে তাঁর এই নিযুক্তির ঘোষণা করে লেখা হয়েছে, ‘একটি সোনালি অক্ষরে লেখা দিন।’ সাফল্যের সঙ্গে প্রশিক্ষণ শেষ করার পরে তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হল বলে জানানো হয়েছে। অভিলাষাকে ৩৬ আর্মি পাইলটের ‘কোভেটেড উইংস’ খেতাব দিয়েও সম্মানিত করা হয়। প্রতিরক্ষা মন্ত্রকের (সেনা) অধীনস্ত এডিজিপিআইয়ের পক্ষ থেকে সেই খেতাব প্রদানের ছবি টুইট করা হয়েছে। সঙ্গে মন্তব্য, ‘কমব্যাট এভিয়েশন স্কোয়াড্রন্সে পাখা মেলার জন্য তৈরি এই অ্যাভিয়েটররা।’ ১৯৮৬ সালের নভেম্বরে সেনার অ্যাভিয়েশন কর্পস প্রতিষ্ঠা। এর কয়েক মাসের মধ্যেই ১৯৮৭ সালে শ্রীলঙ্কায় শান্তি সেনার অংশ হিসেবে অ্যাভিয়েশন কর্পসকে পাঠানো হয়। এতদিন পর্যন্ত গ্রাউন্ড স্টাফ হিসেবে মহিলারা আর্মি অ্যাভিয়েশন কর্পসের সঙ্গে যুক্ত ছিলেন। ২০২১ সালে তৎকালীন সেনাপ্রধান এম এম নারাভানে আর্মি অ্যাভিয়েশন কর্পসের পাইলট হিসেবে মহিলাদের ২০২২ সালে নিয়োগ করা হবে বলে ঘোষণা করেন। সেই অনুযায়ী প্রথম কমব্যাট এভিয়েটর হিসেবে আর্মি অ্যাভিয়েশন কর্পসে যোগ দিলেন ক্যাপ্টেন অভিলাষা বরাক। 

26th     May,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ