বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

করোনাকালে প্রতি ৩০ ঘণ্টায়
ধনকুবের একজন, গরিব প্রায় ১০ লক্ষ
রিপোর্ট অক্সফ্যামের

নয়াদিল্লি: এ যেন প্রকৃত অর্থেই ‘কারও পৌষ মাস, কারও সর্বনাশ’। প্রতি ৩০ ঘণ্টায় ধনকুবের হয়েছেন একজন। আর বৈপ্যরীত্য বাড়িয়ে প্রতি ৩৩ ঘণ্টায় ১০ লক্ষ মানুষ চরম দারিদ্রের দিকে ঢলে পড়েছে। ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের মঞ্চে করোনা মহামারী সময়ের এমনই হাড়হিম করা রিপোর্ট পেশ করল ‘অক্সফ্যাম ইন্টারন্যাশনাল’। যা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে।
সুইজারল্যান্ডের দাভোসে বসেছিল বিশ্বের তাবড় ধনকুবেরদের আসর। পোশাকি নাম ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম। করোনা মহামারীর পর এই প্রথম সশরীরে হাজির হলেন কোটিপতিরা। একটি ভাইরাস কীভাবে বিশ্বের আর্থিক পটচিত্র বদলে দিয়েছে, তা নিয়ে এই আন্তর্জাতিক মঞ্চে রিপোর্ট পেশ করে অক্সফ্যাম। আর সেখানেই উঠে এসেছে আকাশছোঁয়া বৈষম্য। রিপোর্টটির নাম ‘প্রফিটিং ফ্রম পেইন’। 
অর্থাৎ, করোনাকালে আম জনতা যখন সঙ্কটে, তখন পকেট মোটা হয়েছে খাদ্য ও এনার্জি সেক্টরের সঙ্গে যুক্ত ব্যবসায়ী-শিল্পপতিদের। ধনকুবের হয়েছেন তাঁরা। সৌজন্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসের হু হু করে দামবৃদ্ধি, যা গত কয়েকদশকের দ্রুততম। প্রতি দু’দিনে ধনকুবেরদের সম্পত্তি বেড়েছে ১০০ কোটি ডলার।
এ প্রসঙ্গে অক্সফ্যাম ইন্টারন্যাশনালের এগজিকিউটিভ ডিরেক্টর গ্যাব্রিয়েলা বুচার বলেন, বেনজির সম্পদ বৃদ্ধি সেলিব্রেশন করতে দাভোসে হাজির হয়েছিলেন ধনকুবেরদের দল। করোনা মহামারী এবং খাদ্য ও শক্তি ক্ষেত্রে মূল্যবৃদ্ধিতে ওঁদের ‘শাপে বর’ হয়েছে। অন্যদিকে, দারিদ্র দূরীকরণের অগ্রগতি তো হচ্ছেই না, উল্টে তা এখন নেতিবাচক। ফলে কোটি কোটি সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। রিপোর্টে বলা হয়েছে, করোনাকালে ধনকুবের হয়েছেন ৫৭৩ জন। অর্থাৎ, প্রতি ৩০ ঘণ্টায় একজন। পাশাপাশি, অত্যন্ত দারিদ্রের কবলে পড়েছেন ২৬ কোটি ৩০ লক্ষ মানুষ। অর্থাৎ, প্রতি ৩০ ঘণ্টায় প্রায় ১০ লক্ষ। অক্সফ্যামের রিপোর্টে আরও বলা হয়েছে, গত ২৩ বছরের তুলনায় করোনাকালের প্রথম ২৪ মাসে ধনকুবরেদের সম্পত্তি বেড়েছে। বর্তমানে পৃথিবীর তাবড় ধনকুবেরদের মোট সম্পত্তি বিশ্বের জিডিপির ১৩.৯ শতাংশ। এছাড়া বিশ্বের পাঁচ বৃহত্তম এনার্জি সংস্থা (বিপি, শেল, টোটাল এনার্জিস, এক্সন এবং শেভরন) প্রতি সেকেন্ডে ২ হাজার ৬০০ ডলার মুনাফা করেছে। পাশাপাশি, খাদ্য ক্ষেত্রে ধনকুবেরের সংখ্যা বেড়ে হয়েছে ৬২ জন।

24th     May,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ