বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

শনিবার রাত থেকেই অভুক্ত,
হাসপাতালে বিশেষ ডায়েটে সিধু

পাতিয়ালা: জেলের ডাল-রুটি খেতে পারছেন না কংগ্রেস নেতা নভজ্যোৎ সিং সিধু। অথচ স্বাস্থ্যের কারণে তাঁর বিশেষ ডায়েট প্রয়োজন। কিন্তু চিকিৎসকের নির্দেশ না থাকায় জেল কর্তৃপক্ষও তাঁর পছন্দের ডায়েট দিতে পারছেন না। ফলে শনিবার রাত থেকে ওষুধ ছাড়া আর কিছুই মুখে তুলতে পারেননি জেলবন্দি কংগ্রেস নেতা। বাধ্য হয়ে সোমবার সকালে তাঁকে পাতিয়ালার রাজিন্দর সিং হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকরা। জেলের এক আধিকারিক জানিয়েছেন, চিকিৎসকরা বললে, তিনি জেল ক্যান্টিন থেকে বিশেষ খাবার কিনে খেতে পারবেন। এ প্রসঙ্গে সিধুর আইনি পরামর্শদাতা এইচ পি এস ভার্মা বলেন, হাসপাতালে সিধুর স্বাস্থ্য পরীক্ষার পর রিপোর্ট দেবেন চিকিৎসকরা। সেই অনুযায়ী সিধুর কী ধরনের ডায়েট প্রয়োজন, তার তালিকা জমা পড়বে স্থানীয় একটি আদালতে। এরপর আদালতের নির্দেশ অনুযায়ী বিশেষ ডায়েট দেবে জেল কর্তৃপক্ষ। সূত্রের খবর, সিধু ময়দা, চিনি এবং অন্যান্য খাবার খেতে পারবেন না। কার্বোহাইড্রেট ছাড়া খাবার, যেমন পেঁপে, পেয়ারা, ডবল টোনড মিল্ক ইত্যাদি খাবার খেতে পারবেন। তাই তাঁর কোন ধরনের ডায়েট প্রয়োজন সেই ভিত্তিতে রিপোর্ট দেবেন চিকিৎসকরা। ৫৮ বছর বয়সি সিধুর রক্ত সঞ্চালন এবং লিভারের সমস্যা রয়েছে। ২০১৫ সালে দিল্লির হাসপাতালে তাঁর একবার ডিপ ভেইন থ্রম্বোসিস (ডিভিটি)-এর চিকিৎসা হয়েছিল। সেকারণে তাঁর বিশেষ ডায়েট প্রয়োজন।
হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে সিধুকে। -পিটিআই

24th     May,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ