বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

চাপ বাড়লেও বেঁকে বসেছেন অফিসাররা
ট্রেনের টিকিটে প্রবীণদের ছাড় ফেরালে আয়
কমবে, মন্ত্রীকে  জোরালো যুক্তি রেল কর্তাদের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ট্রেনের টিকিটে প্রবীণ নাগরিকদের ছাড় ফেরানো নিয়ে ঘরে ও বাইরে প্রবল চাপের মুখে রেল। বিগত দু’বছরে ছাড় বন্ধ রেখে লাভ হয়েছে প্রায় দেড় হাজার কোটি টাকা। রাজস্ব বৃদ্ধির এটিই অন্যতম প্রধান উপায়। চাপের মুখে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে আপাতত এই যুক্তিই দিচ্ছেন রেলমন্ত্রকের শীর্ষ আধিকারিকরা। সরকারি সূত্রে এ খবর জানা যাচ্ছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ট্রেনের টিকিটে প্রবীণ নাগরিকদের জন্য ছাড় কি তবে পাকাপাকি বন্ধ হচ্ছে?
মূলত করোনা পরিস্থিতির কথা জানিয়েই ট্রেনের টিকিটে ছাড় বন্ধ করেছিল রেল বোর্ড। যুক্তি দেওয়া হয়েছিল, এর ফলে প্রবীণ মানুষরা বিনা প্রয়োজনে ট্রেনে ভ্রমণ করবেন না! কিন্তু বর্তমানে দেশজুড়ে ট্রেন পরিষেবা প্রায় করোনা-পূর্ব সময়ের মতোই স্বাভাবিক। অথচ ট্রেনের টিকিটে ছাড়ের বন্দোবস্ত স্বাভাবিক করার কোনও উদ্যোগ রেলমন্ত্রক নিচ্ছে না। ফলে জল্পনা বাড়ছেই। সংসদেও একাধিকবার লিখিত জবাবে রেলমন্ত্রী জানিয়েছেন, ছাড়ের বন্দোবস্ত পুনরায় চালু করার চিন্তাভাবনা এখনই করা হচ্ছে না। ফলে সবমিলিয়েই ধোঁয়াশা বজায় রয়েছে।
সম্প্রতি এক আরটিআইয়ের জবাবে রেল বোর্ড জানিয়েছে, ২০২০ সালের ২০ মার্চ থেকে ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে প্রবীণ নাগরিকদের টিকিট খাতে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আয় হয়েছে। কনসেশন না দেওয়ার ফলে অতিরিক্ত আয়ের পরিমাণ প্রায় দেড় হাজার কোটি টাকা, যা আদতে রেলের লাভ হিসেবেই বিবেচনা করা যেতে পারে। উল্লিখিত সময়সীমায় প্রায় ৭ কোটি ৩১ লক্ষ প্রবীণ নাগরিক ট্রেনে ভ্রমণ করেছেন। তাঁদের ট্রেনের টিকিটে ছাড় মেলেনি। 

19th     May,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ