বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

ইন্ডিয়া প্যাভিলিয়নের উদ্বোধন কানে

প্যারিস: এই বছর কান চলচ্চিত্র উৎসবের ফিল্ম বাজারে ফোকাল কান্ট্রি ভারত। বুধবার অনুরাগ ঠাকুর উৎসবে ইন্ডিয়া প্যাভিলিয়নের উদ্বোধন করেন। সেই সঙ্গে বিশ্ব মঞ্চে ভারতীয় সিনেমা প্রসঙ্গে তিনি কতগুলো গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। পুরনো ছবি সংরক্ষণের বিষয়টি তাঁর বক্তব্যে উঠে আসে। তাঁর কথায়, ‘আগামী দিনে ২ হাজার ২০০টি ভারতীয় আঞ্চলিক ভাষার ছবিকে সংরক্ষণ করা হবে।’ সেইসঙ্গে আগামী দিনে ভারতকে বিদেশি ছবির শ্যুটিংয়ের ক্ষেত্রে আকর্ষণীয় লোকেশনে পরিণত করার উদ্দেশ্যে দু’টো ইনসেন্টিভ স্কিম ঘোষণা করেন। এদেশে বিদেশি ছবির শ্যুটিং বা ভারতের সঙ্গে যৌথ প্রযোজনার ক্ষেত্রে এই স্কিমের সুযোগ নেওয়া যাবে। এক্ষেত্রে শ্যুটিংয়ে ১৫ শতাংশ ভারতীয় নিয়োগ করলে অতিরিক্ত ছাড়ের সুবিধাও পাওয়া যাবে বলে জানান তিনি। এদিন অনুষ্ঠানে চলতি বছরের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পোস্টার প্রকাশ করা হয়।  
এই অনুষ্ঠানে ফ্রান্সে নিয়োজিত ভারতীয় রাষ্ট্রদূত জাভেদ আশরাফ, এ আর রহমান, শেখর কাপুর, নওয়াজউদ্দিন সিদ্দিকি, আর মাধবন, তামান্না ভাটিয়া, ঊর্বশী রাউতেলা, পূজা হেগড়ে ছাড়াও উপস্থিত ছিলেন দীপিকা পাড়ুকোন। এই বছর তিনি উৎসবের জুরি বোর্ডের অন্যতম সদস্য। ‘এরকম একটা মঞ্চে নিজের দেশের প্রতিনিধিত্ব করতে পেরে গর্ববোধ করছি। আমাদের দেশে প্রতিভার অভাব নেই। আমার বিশ্বাস, একদিন এমন আসবে যেদিন আমাদের আর আলাদা করে কানে আসার দরকার পড়বে না। এই উৎসবের ঐতিহ্য আমাদের দেশে হাজির হবে,’ বলেন ‘ছপাক’-এর অভিনেত্রী। এদিকে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে প্রথম ভারতীয় লোকসঙ্গীত শিল্পী হিসেবে ইতিহাসে নাম লেখালেন রাজস্থানের সঙ্গীতশিল্পী মামে খান। অন্যদিকে, এবারের কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে লাইভ ভিডিও কনফারেন্সে বক্তব্য পেশ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদামির জেলেনস্কি। বক্তৃতায় তিনি সিনেমার মাধ্যমে একনায়কতন্ত্রের অবসানের আবেদন করেন। উদাহরণ হিসেবে তিনি চার্লি চ্যাপলিনের ‘দ্য গ্রেট ডিক্টেটর’ ছবির কথাও বলেন। 

19th     May,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ