বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

বাংলার বক্তব্যই মেনে
নিল বাকি রাজ্য
অনলাইন গেমে জিএসটি

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাংলার বক্তব্যই মানল অন্য রাজ্যগুলি। অনলাইন গেম সহ ক্যাসিনোর মতো আর্থিক লেনদেন যুক্ত খেলায় জিএস঩টি ২৮ শতাংশ হলেও কীভাবে তা ধার্য হবে, তা নিয়ে বুধবার রাজ্যগোষ্ঠীর বিশেষ কমিটির বৈঠকে বাংলার বক্তব্যেই সায় দিল আট রাজ্যের অর্থমন্ত্রীরা। গ্রস নাকি নেট, কার ওপর হবে জিএসটি? ক্যাসিনো তথা অনলাইন গেমের ক্ষেত্রে এ নিয়ে চলছিল টানাপোড়েন। অনলাইন গেম কি ‘গেম অব স্কিল’, নাকি ‘গেম অব চান্স?’ বেঁধেছিল বিতর্ক। 
একইভাবে ক্যাসিনোর ক্ষেত্রে যে টিকিট (যাকে বলে ক্যাসিনো চিপ) কেনা হয়, তার মধ্যে অনেক সময়ই খাদ্য-পানীয়ও ধরা থাকে। সঙ্গে পুরস্কারের অর্থ। কিন্তু জিএসটি ধার্য হবে কার উপর? স্রেফ চিপের দাম, নাকি প্রাইজমানি সহ? এ নিয়ে নর্থ ব্লকের রাজ্যগোষ্ঠীর বৈঠকে চলে টানাপোড়েন। সকাল ১১টা থেকে বৈঠক চলে টানা তিন ঘণ্টা। বৈঠকে পশ্চিমবঙ্গের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মহারাষ্ট্রের অজিত পাওয়ার সহ গোয়া, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, মেঘালয়, তেলেঙ্গানা ও গুজরাতের অর্থমন্ত্রীরা উপস্থিত ছিলেন। তবে এর মধ্যে কয়েকটি রাজ্য অনলাইনে অংশ নেন। বিশেষ সূত্রে জানা গিয়েছে, বৈঠকে পশ্চিমবঙ্গের মন্ত্রী সুপ্রিম কোর্টের গাইডলাইনের কথা উল্লেখ করে বলেন, লটারির ক্ষেত্রে যেমন গ্রসের উপর জিএসটি ধার্য হয়, একইভাবে অনলাইন গেম এবং ক্যাসিনোতেও করতে হবে। প্রাইজমানি আলাদা করা যাবে না। এক্ষেত্রে সার্ভিস এবং গুডস’কে পৃথক ধরা কঠিন। একইভাবে আর্থিক লেনদেনের অনলাইন গেমের ক্ষেত্রে জিএসটি গেম অব চান্সকেই ধার্য করতে হবে। জিএসটি হবে ২৮ শতাংশ। সহমত পোষণ করেছে অধিকাংশ রাজ্য।

19th     May,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ