বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

এলআইসি
প্রথম দিনেই ৪০ হাজার কোটি
হারালেন বিনিয়োগকারীরা, কমল ইস্যু প্রাইসও

মুম্বই, ১৭মে: প্রত্যাশা মত ঝড় তুলতে পারল না এলআইসি-র ইনিশিয়াল পাবলিক অফারিং। নথিভুক্তির দিনই বাজারে নিজের ইস্যু প্রাইসের দর পড়ে গেল এলআইসির শেয়ারের। যার ফলে প্রায় ৪০ হাজার কোটি টাকা লোকসানের ধাক্কা পোহাতে হবে এলআইসিতে বিনিয়োগকারীদের। ৪ মে থেকে ৯ মে এলআইসি আইপিওর শেয়ারের প্রি-বুকিং শুরু হয়। বিপুল পরিমাণ শেয়ার কিনে নেন বিনিয়োগকারীরা। এরপর আজ, বেলা ১০ টায় বম্বে স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত হয় এলআইসি। কিন্তু শেয়ার বাজারে প্রত্যাশা মত ঝোড়ো ব্যাটিং করতে পারেনি লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন। বরং যেখানে এলআইসি-র ইস্যু প্রাইস ধার্য করা হয়েছিল ৬ লক্ষ কোটি টাকা। সেখান থেকে তা কমে ৫.৫৭ লক্ষ কোটি টাকায় গিয়ে দাঁড়ায়। বম্বে স্টক এক্সচেঞ্জে ৮.৬২ শতাংশ ডিসকাউন্ট দিয়ে ৮৬৭.২ টাকায় গিয়ে দাঁড়ায় এলআইসি-র শেয়ার দর। অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ৮.১১ শতাংশ ছাড় দিয়ে সূচনা হয় এলআইসির। যদিও এখনই হতাশ না হয়ে নিজেদের বিনিযোগে ভরসা রাখতে বলছেন অর্থনীতিবিদরা। এই প্রাথমিক পতনই বিনিযোগকারীদের কাছে সুযোগ হয়ে উঠতে পারে বলে মত তাঁদের। বাজারের সামগ্রিক উন্নতির সঙ্গে সঙ্গে এলআইসি-র শেয়ারেরও উন্নতির সম্ভাবনা প্রবল। আজই নিজের ইস্যু প্রাইস কিছুটা পুনরুদ্ধার করে এলআইসি। পরের দিকে ৯০৩ টাকা দরে বিকোয় এলআইসি-র প্রতিটি শেয়ার। তবে এখনও তা ২২ হাজার ৯৫৯ কোটি টাকা ঘাটতিতে রয়েছে। ফলে পরবর্তীকালে এলআইসি শেয়ারে বিনিয়োগকারীরা আদৌ লাভের মুখ দেখবেন কিনা তা সময়ই বলবে। আপাতত দীর্ঘকালীন সময়ে শেয়ার ধরে রাখার পরামর্শ দিচ্ছেন অনেক শেয়ার বাজার বিশেষজ্ঞরাই।

17th     May,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ