মুম্বই: সাতসকালে অগ্নিকাণ্ড মুম্বইয়ে। বাণিজ্যনগরীর নানাচকের একটি ২০ তলা বহুতল আবাসনে বিধ্বংসী আগুনে অগ্নিদগ্ধ হয়েছে কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। ধোঁয়ায় দমবন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েছেন কমপক্ষে আরও ১৫ জন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে দমকলের ১৩টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। রয়েছে সাতটি জাম্বো ট্যাঙ্কারও। আজ, শনিবার সকাল সাড়ে ৭টা নাগাদ মুম্বইয়ের তারদেও এলাকায় এই অগ্নিকাণ্ডটি ঘটে। এখানকার গান্ধী হাসপাতালের উল্টো দিকের কমলা নামক ওই আবাসনের ১৮ তলায় প্রথম আগুন লাগে। কিছু ক্ষণের মধ্যেই দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। দমকলের পক্ষ থেকে অগ্নিকাণ্ডের মাত্রা ‘লেভেল ৩’ বলে জানানো হয়েছে।
মুম্বই শহরের মেয়র কিশোরী পেদনেক জানিয়েছেন, অসুস্থদের মধ্যে ১২ জন রয়েছেন জেনারেল ওয়ার্ডে, তিনজনকে ভর্তি করতে হয়েছে আইসিইউ-এ। এঁদের মধ্যে ছ’জন প্রবীণ নাগরিক। তাঁদের অক্সিজেনের প্রয়োজন হচ্ছে। আগুন মোটামুটি নিয়ন্ত্রণে চলে এলেও ধোঁয়ায় ভরে গিয়েছে গোটা আবাসন। সকলকে আবাসন থেকে বার করে আনা হয়েছে।