বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

বালেশ্বর জেলার বাহানাগায় চলছে লাইন মেরামতের কাজ। মঙ্গলবার পিটিআইয়ের তোলা ছবি।

ভাইয়ের সন্তানের চেয়ে সম্পত্তির অধিকার
নিজের মেয়ের বেশি: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: উইল বা ইচ্ছাপত্র তৈরির আগে কোনও হিন্দু পুরুষের মৃত্যু হলে তাঁর একমাত্র উত্তরাধিকারী মেয়েই সম্পত্তির অধিকার পাবেন। ১৯৫৬ সালের হিন্দু উত্তরাধিকার আইন বলবৎ হওয়ার আগের মামলার ক্ষেত্রেও এই বিষয়টি কার্যকর হবে। মেয়েদের অধিকার নিয়ে এমনই ঐতিহাসিক রায় শোনাল সুপ্রিম কোর্ট। বিচারপতি এস আব্দুল নাজির এবং কৃষ্ণ মুরারির বেঞ্চ জানিয়ে দিল, কোনও ব্যক্তির মৃত্যু হলে তাঁর নিজের কেনা বা অর্জিত সম্পত্তিতে ভাইয়ের সন্তানদের থেকে উত্তরাধিকারী মেয়ের অধিকার বেশি থাকবে। মাদ্রাজ হাইকোর্টের একটি রায় খারিজ করে এই রায় শোনায় সুপ্রিম কোর্ট।
বৈধ উত্তরাধিকারী হিসেবে কাউকে চিহ্নিত না করা অবস্থায় বাবার মৃত্যু হলে, তাঁর উত্তরাধিকারী হিসেবে মেয়ে কি সেই সম্পত্তির অধিকার পাবে? বিশেষত বাবার মৃত্যু যদি ১৯৫৬ সালের আগে হয়ে থাকে। সেই প্রশ্নেই সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, ইচ্ছাপত্র করার আগে কোনও হিন্দু পুরুষের মৃত্যুর পর তাঁর সম্পত্তি (অর্জিত বা পারিবারিক উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত) উত্তরাধিকারীদের মধ্যে বণ্টন হবে। এক্ষেত্রে মৃত হিন্দু বাবার অন্যান্য আত্মীয়দের তুলনায় সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন তাঁর উত্তরাধিকারী মেয়ে। দুই বিচারপতির বেঞ্চ আরও জানিয়েছে, মৃত হিন্দু পুরুষের নিজের বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির অধিকারী একজন বিধবা বা তাঁর কন্যা হতেই পারেন। একথা শুধুমাত্র পুরনো হিন্দু রীতি বা হিন্দু আইনে উল্লেখ রয়েছে তা নয়, একাধিক মামলার রায়েও সে কথা বলা হয়েছে। 

22nd     January,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ