বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

আফস্পার বিরুদ্ধে হলেও জাতীয়
নিরাপত্তা জরুরি, দাবি মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল: মণিপুরের বিজেপি সরকার রাজ্যে ইতিবাচক আইন-শৃঙ্খলা পরিস্থিতি তৈরির কাজ করবে। রাজ্য থেকে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন (আফস্পা) প্রত্যাহারে যাতে কেন্দ্রের উপর চাপ তৈরি করা যায়। ফের ক্ষমতায় ফিরলে তা নিশ্চিত করা হবে। একথা বললেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।
মণিপুরের পাশের রাজ্য নাগাল্যান্ডে সম্প্রতি সেনাবাহিনীর গুলিচালনা ও সেই সংক্রান্ত হিংসায় ১৪ জনের মৃত্যু হয়। দেশজুড়ে শোরগোল পড়ে যায়। ওই ঘটনার জেরে নাগাল্যান্ড ইতিমধ্যেই আফস্পা প্রত্যাহারের বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে। এবিষয়ে মণিপুরের মুখ্যমন্ত্রী বলেন, উত্তর-পূর্বাঞ্চলে আফস্পা নিয়ে উদ্বেগ রয়েছে। মণিপুরে ইম্ফল পুর পরিষদের সাতটি অংশ থেকে এই আইন প্রত্যাহৃত হয়েছে। কিন্তু পূর্বতন কংগ্রেস সরকার সম্পূর্ণভাবে আফস্পা প্রত্যাহার করতে পারত। কিন্তু বাস্তব পরিস্থিতি তাদেরও জানা ছিল। মণিপুরে এখনও কিছু সমস্যা থেকে গিয়েছে। এন বীরেন সিংয়ের কথায়, ‘আমি নিজেও আফস্পার বিরুদ্ধে। কিন্তু রাজ্যের দায়িত্বশীল প্রধান হিসেবে জাতীয় নিরাপত্তার বিষয়টিও দেখতে হবে আমাকে। হিংসার ওই ঘটনার পর নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রীও আফস্পা প্রত্যাহারের পক্ষপাতী ছিলেন। কিন্তু, কেন্দ্র সেখানে নতুন করে আফস্পা আরোপ করেছে। মণিপুরে আমি আইন-শৃঙ্খলার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করছি। কিন্তু, প্রতিবেশী দেশের (মায়ানমার) পরিস্থিতিও আমাদের দেখতে হবে।’

22nd     January,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ