বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

বিশ্বে জনপ্রিয় নেতাদের
মধ্যে শীর্ষস্থানেই মোদি

নয়াদিল্লি: জনপ্রিয়তায় ওঠানামা চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ২০২০ সালের নভেম্বরে তাঁর রেটিং ছিল ৮৪ শতাংশ। এক বছরের মধ্যেই সেই রেটিং কমে দাঁড়িয়েছে ৭১ শতাংশ। যদিও এই রেটিংয়েও তিনি পিছনে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বিশ্বের তাবড় রাষ্ট্রনেতাকে।
বিশ্বের জনপ্রিয় নেতাদের মধ্যে শীর্ষস্থানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৩ জন বিশ্বনেতার মধ্যে ৪৩ শতাংশ রেটিং নিয়ে ছ’নম্বরে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর রেটিংয়ের সমান ভাগিদার কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিশনের রেটিং ৪১ শতাংশ। এঁদের সবাইকে ছাঁপিয়ে মোদি পৌঁছে গিয়েছেন ৭১ শতাংশে। সেই কারণেই বিশ্বে জনপ্রিয় নেতা হিসেবে তাঁর আসন এখনও অটুট। তবে, ২০২০ সালের নভেম্বর মাসে মোদির জনপ্রিয়তা শীর্ষে ছিল। রেটিং ছিল ৮৪ শতাংশ। ২০২১ সালে মে মাসে মোদির রেটিং এক ধাক্কায় নেমে গিয়েছিল ৬৩ শতাংশে। সেই তুলনায় রেটিং কিছুটা বেড়েছে। তবে এখনও সর্বোচ্চ স্থানের আশপাশে তিনি আসেননি। ‘মর্নিং কনসাল্ট পলিটিক্যাল ইন্টেলিজেন্স’ নামের একটি আন্তর্জাতিক রেটিং সংস্থা বিশ্বনেতাদের জনপ্রিয়তা নিয়ে সাম্প্রতিক এক সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে। সেখানেই মোদির জনপ্রিয়তাকে শীর্ষে বলে দেখানো হয়েছে। সংস্থাটি এবার ১৩টি দেশের (অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, ফ্রান্স, জার্মানি, ভারত, ইতালি, জাপান, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, স্পেন, ব্রিটেন এবং আমেরিকা) রাষ্ট্রনেতাদের নিয়ে সমীক্ষা চালায় ১৩-১৯ জানুয়ারি পর্যন্ত।

22nd     January,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ