বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

বিজেপিতে অখিলেশের শ্যালিকা

লখনউ ও নয়াদিল্লি: যাদবদের ঘরে ভাঙন চলছেই। জোড়া ধাক্কা কংগ্রেসেরও। অন্যের ঘর ভাঙিয়ে উত্তরপ্রদেশে মুখরক্ষায় এখন আদাজল খেয়ে ঝাঁপিয়েছে বিজেপি। রাজনৈতিক শিবিরের মতে, যেভাবে দল থেকে মন্ত্রী-বিধায়করা বেরিয়ে গিয়ে মুখ পোড়াচ্ছে যোগী সরকারের, সেক্ষেত্রে অন্যের ঘর ভাঙানো ছা‌ড়া আর কোনও উপায় নেই গেরুয়া শিবিরের। 
বুধবার মুলায়ম সিং যাদবের পুত্রবধূ অপর্ণাকে দলে টেনে সমাজবাদী পার্টি (সপা)’কে মোক্ষম জবাব দিয়েছে বিজেপি। বৃহস্পতিবার যদুবংশের ঘনিষ্ঠ দুই আত্মীয় সাইকেল ছেড়ে গায়ে চড়ালেন ‘গেরুয়া বসন’। তাঁদের একজন, প্রমোদ গুপ্ত। তিনি সপা’র প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের শ্যালক। একদা দলের বিধায়কও ছিলেন। অন্যজন, অখিলেশ যাদবের শ্যালিকা। এদিন, দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দেন তিনি। যা শুনে লখনউয়ে অখিলেশের প্রতিক্রিয়া—‘দু’টি কারণে বিজেপিকে আমি ধন্যবাদ জানাই। এক, আমার ঘাড় থেকে পারিবারিক বোঝার ভার অনেকটাই কমিয়ে দিচ্ছে তারা। দুই, আমাদের দলের নীতি-আদর্শকে ছড়িয়ে দিচ্ছে বিজেপি।’ এদিকে, কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে প্রিয়াঙ্কা গান্ধীরই স্নেহভাজন তথা ‘পোস্টার গার্ল’ প্রিয়াঙ্কা মৌর্য যোগ দিলেন বিজেপিতে। আলগা হয়ে পড়ল রায়বেরিলির রাশও। সেখানকার সদরের মহিলা বিধায়ক অতিদি সিং মাস দু’য়েক আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এদিন বিধায়ক পদে ইস্তফা দিয়ে নিজের রাজনৈতিক অবস্থানকে আরও স্পষ্ট করে দিলেন। 
টিকিট পেতে পরিবারের সদস্যদের দরবার সামলাতে বেশ হিমশিম খাচ্ছিলেন অখিলেশ। সমাজবাদী পার্টি সূত্রে এমনটাই খবর। এদিন মুলায়মের শ্যালক প্রমোদ কিংবা অখিলেশের শ্যালিকা গেরুয়া শিবিরে চলে যাওয়ায় দলে কোনও প্রভাব পড়বে না বলে মনে করছে সপা নেতৃত্ব। এদিন লখনউয়ে খোশমেজাজেই সাংবাদিক বৈঠক করে অখিলেশ বলেছেন, ‘যারা আমাদের দলকে পরিবারবাদের দল বলে অভিযোগ তুলছে, তারাই পরিবারবাদের অবসান ঘটাচ্ছে। বিজেপির কাছে আমি কৃতজ্ঞ। আমার পারিবারিক বোঝা কমছে।’ আর বিজেপিতে যোগ দিয়ে প্রমোদ বলছেন, ‘সমাজবাদী পার্টি এখন গুন্ডাদের দখলে চলে গিয়েছে।’

21st     January,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ