বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

পুলিসের কাজে ব্যবহৃত উর্দু, ফার্সি শব্দ
হিন্দিতে বদলাতে উদ্যোগী মধ্যপ্রদেশ

ভোপাল: শিশুদের উপর যৌন নির্যাতন থেকে মাদক কারবার। এনসিআরবি রিপোর্টে একেবারেই স্বস্তিতে নেই মধ্যপ্রদেশ সরকার। এর মধ্যেই পুলিসের কাজকর্মে ব্যবহৃত বিভিন্ন ‘অহিন্দি’ শব্দ বদলাতে উদ্যোগী হল মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের প্রশাসন। প্রশাসনিক কাজে বহু উর্দু ও ফার্সি শব্দের প্রচলন রয়েছে। এছাড়া বেশি কিছু অহিন্দি শব্দও ব্যবহার করা হয়। সেগুলিকেই বদলানোর তোড়জোড় শুরু হয়েছে। গত মাসেই এই উদ্যোগের কথা জানিয়েছিলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। মঙ্গলবার এব্যাপারে সমস্ত জেলার শীর্ষ পুলিস আধিকারিকদেরকে চিঠি পাঠিয়েছে হেডকোয়ার্টার। ব্যবহৃত উর্দু, ফার্সি সহ অন্যান্য অহিন্দি শব্দের বিকল্প ও পরামর্শ চাওয়া হয়েছে তাতে। প্রশাসনিক সূত্রে খবর, হিন্দি তর্জমাগুলি নিয়ে নতুন একটি শব্দকোষ প্রকাশ হবে। তারপর পুলিসের কাজে সেগুলি ব্যবহার করতে নির্দেশ জারি করবেন কর্তারা। 

20th     January,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ