বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

এনপিপিকে ছেড়ে মণিপুরে নাগা
ফ্রন্টের হাত ধরতে পারে বিজেপি

নয়াদিল্লি: কনরাড সাংমার সঙ্গে মধুচন্দ্রিমায় কি ইতি টানতে চলেছেন অমিত শাহরা? মণিপুরের ভোটকে সামনে রেখে সম্ভবত এমনই কৌশল নিতে চলেছে গেরুয়া শিবির। সেক্ষেত্রে সাংমার ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-কে বাদ দিয়ে বিজেপি হাত ধরতে পারে নাগা পিপলস ফ্রন্ট (এনপিএফ)-এর। এমনটাই রাজনৈতিক সূত্রের খবর। আর এই সম্ভাবনা সত্যিই হলে মেঘালয়ে ঘোর সঙ্কটে পড়তে পারে এনডিএ সরকার। কারণ, সেখানে এনডিএ’র বৃহত্তর জোটের শরিক এনপিপি। জানা গিয়েছে, ইতিমধ্যেই মণিপুরে জোট নিয়ে এনপিএফের সঙ্গে প্রাথমিকস্তরে আলোচনা হয়েছে অমিত শাহের। ওই সূত্রটি জানিয়েছে, সম্প্রতি এনপিএফের এক প্রতিনিধি দল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গোপন বৈঠক করেন। দেখা করেন বিজেপির একাধিক শীর্ষ নেতার সঙ্গেও। দু’পক্ষের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা কিছুটা এগিয়েছে বলে খবর। তবে, মণিপুরে এনপিএফকে ঠিক ক’টি আসন ছাড়া হবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিজেপি। গত বিধানসভা ভোটে ১০টি আসনে লড়াই করেছিল এনপিএফ। জয়ী হয়েছিলেন চারজন প্রার্থী। এবার অন্তত  ১৫টি আসনে লড়তে চায় এনপিএফ। তাদের সেই ইচ্ছের কথা বিজেপিকে ঠারেঠোরে জানিয়ে দিয়েছে বলেও খবর। কিন্তু সূত্রটি বলছে, বিজেপি একাই মণিপুরের ৬০টি আসনেই লড়াই করার ক্ষমতা ধরে। এনপিএফের সঙ্গে জোটে গেল খুব বড়জোড় ৮-১০টি আসন ছাড়তে পারে। আসন রফা পাকা করতে আরও কিছুটা সময় নিতে চাইছে বিজেপি।   

18th     January,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ