হরিদ্বার: মাত্র ২৪ ঘণ্টা। এর মধ্যেই ধর্মগুরু যতি নরসিংহানন্দের গ্রেপ্তারি নিয়ে সাফাই দিল পুলিস। নরসিংহানন্দকে মহিলাদের প্রতি আপত্তিকর মন্তব্যের জন্য গ্রেপ্তার করা হয়েছে বলে রবিবার জানিয়েছিল পুলিস। তারপরেই পুলিসের ভূমিকা নিয়ে বিতর্ক হয়। কেন বিদ্বেষমূলক ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হয়নি, সেই প্রশ্ন ওঠে। চাপের মুখে সোমবার পুলিস জানিয়ে দিল, বিদ্বেষমূলক ভাষণের জন্যও তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে। নরসিংহানন্দের গ্রেপ্তারি নিয়ে ২৪ ঘণ্টার মধ্যেই বিবৃতি দিতে হল পুলিসকে। গত মাসে হরিদ্বারে ধর্ম সংসদের ভাষণে মুসলিমদের বিরুদ্ধে ‘গণহত্যা’ চালানোর নিদান দেওয়া হয়েছিলন। শুধু তাই নয়, যতি অন্য ধর্মের মহিলাদের প্রতি প্রকাশ্যে অসম্মানজনক মন্তব্যও করেছিলেন বলে অভিযোগ। নরসিংহানন্দ সহ পাঁচজনের নামে দায়ের হয় এফআইআর। শনিবার রাতে নরসিংহানন্দকে গ্রেপ্তার করে পুলিস। তাঁকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফজতে পাঠিয়েছে আদালত।