বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

এবার নেতাজির জন্মদিনেই শুরু
সাধারণতন্ত্র দিবসের উদযাপন
ঘোষণা কেন্দ্রের

নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (পিটিআই): এবার থেকে প্রত্যেক বছর সাধারণতন্ত্র দিবসের উদযাপন শুরু হবে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী থেকেই। অর্থাৎ ২৩ জানুয়ারি থেকে। এর আগে সাধারণতন্ত্র দিবসের উদযাপন অনুষ্ঠান শুরু হত ২৪ জানুয়ারি থেকে। এবারে সেটি একদিন এগিয়ে নিয়ে আসা হল। আজ, শনিবার কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া দেশের ইতিহাস, সংস্কৃতির গুরুত্বপূর্ণ দিনগুলি উদযাপন এবং স্মরণ করার লক্ষ্যেই এই পদক্ষেপ বলেও জানা গিয়েছে। কেন্দ্রীয় সরকার এর আগে নেতাজির জন্মজয়ন্তীকে পরাক্রম দিবস হিসাবে উদযাপন করা শুরু করেছিল। সূত্রের খবর, অন্য বেশ কয়েকটি দিবসকেও বছরভর বিশেষ গুরুত্ব সহকারে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার মধ্যে বেশ কয়েকটি গত কয়েক বছর ধরেই পালিত করা হচ্ছে। সেগুলির মধ্যে রয়েছে ১৪ অগস্ট দেশভাগ স্মরণ দিবস, ৩১ অক্টোবর জাতীয় ঐক্য দিবস, ১৫ নভেম্বর জনজাতি গৌরব দিবস, ২৬ নভেম্বর সংবিধান দিবস এবং ২৬ ডিসেম্বর বীর বাল দিবস।

15th     January,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ