বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

ইন্দিরাজিকে ক্ষমা করেনি দেশ, কৃষি
আইনে মোদিকেও করবে না: মমতা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রধানমন্ত্রী থাকাকালীন দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছিলেন ইন্দিরা গান্ধী। পরে তার জন্য ক্ষমাও চান। কিন্তু দেশবাসী তাঁকে মাফ করেনি। তেমনই কৃষি আইন প্রত্যাহার করেও পার পাবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাণিজ্যনগরীতে সুশীল সমাজের সঙ্গে আলাপচারিতায় এমনই মন্তব্য করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এক সুতোয় বেঁধেছেন কংগ্রেস ও বিজেপির অত্যাচারকে। টেনেছেন জয়প্রকাশ নারায়ণের প্রসঙ্গ। তাতেই উস্কে গিয়েছে জল্পনা। রাজনৈতিক মহলের দাবি, তৃণমূল সুপ্রিমোর ইঙ্গিত খুব স্পষ্ট। নিজের বর্তমান রাজনৈতিক অবস্থানকেই তিনি ব্যাখ্যা করেছেন। একদিকে স্পষ্ট বুঝিয়েছেন, বিজেপি তাঁর প্রধান প্রতিপক্ষ। তেমনই জাতীয় রাজনীতিতে কংগ্রেসের থেকে দূরত্ব বজায় রাখার প্রচ্ছন্ন উল্লেখও রেখেছেন মন্তব্যে। 
কৃষি ও কৃষক বিরোধী তিন কালা আইন বাতিলের দাবিতে গত বছরের নভেম্বর মাস থেকে আন্দোলন শুরু হয়। সংযুক্ত কিষান মোর্চার সেই আন্দোলনের চাপেই আইনগুলি প্রত্যাহারে বাধ্য হয় মোদি সরকার। গত ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী স্বয়ং সেই ঘোষণা করেন। সেই সঙ্গে ক্ষমাও চান দেশবাসীর কাছে। বুধবার সন্ধ্যায় মুম্বইয়ের নরিম্যান পয়েন্টে ওয়াই বি চ্যবন সেন্টারে সুশীল সমাজের সঙ্গে আলাপে সেই প্রসঙ্গটি উত্থাপন করেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, সংসদে কোনও আলোচনা ছাড়াই কৃষি আইন প্রত্যাহার করেছেন মোদি। কিন্তু কেন? কারণ একটাই, উত্তরপ্রদেশের নির্বাচন। সবাই সেটা জানেন!’ এরপরই গেরুয়া শিবিরের বর্তমান অবস্থানের প্রেক্ষিতও বর্ণনা করেন মমতা, ‘ভাববেন না যে, ওরা (বিজেপি) খুব নিরাপদে আছে। আসলে ওরা ভীত, সন্ত্রস্ত! সবাই মিলে দেশকে নিরাপদে রাখতে হবে। সেটাই আশু কর্তব্য।’ কীভাবে তা সম্ভব? দেশের বর্তমান অবস্থাতেও আশার বাণী শোনা গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর গলায়। আশ্বাস দিয়েছেন, ‘চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে।’
সাধারণ মানুষই যে দেশের বর্তমান এই অবস্থায় বদল আনবেন, সেব্যাপারে প্রত্যয়ী বাংলায় ‘পরিবর্তনের কাণ্ডারী’। সেই আত্মবিশ্বাসই তিনি ছড়িয়ে দিয়েছেন মুম্বইয়ের সুশীল সমাজের মধ্যে। বলেছেন, অত্যাচারের বিরুদ্ধে সারা দেশের মানুষ তৈরি হচ্ছে। জয়প্রকাশ নারায়ণের মুভমেন্টে কী হয়েছিল মনে নেই! তখন ইন্দিরাজি প্রবল প্রতাপশালী নেত্রী, দেশের প্রধানমন্ত্রী। জরুরি অবস্থা জারি করেছিলেন। জরুরি অবস্থার সঙ্গে তাঁর নামটা যেন সমার্থক হয়ে উঠেছিল। এরপর ’৭৭ সালে সমগ্র দেশবাসীর কাছে তিনি ক্ষমা চেয়েছিলেন, জরুরি অবস্থা জারি করার জন্য। কিন্তু দেশবাসী আজও তাঁকে ক্ষমা করেনি। মমতার কথায়, ‘ঠিক সেভাবেই কৃষি আইন প্রত্যাহার করে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেও, মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মাফ করবে না। নরেন্দ্র মোদি ক্ষমা চেয়েছেন। কিন্তু মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে।’

বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি। রাজ্যে বিনিয়োগ নিয়ে প্রায় দেড় ঘণ্টা আলোচনা হয় তাঁদের মধ্যে। টুইটার থেকে প্রাপ্ত ছবি। 

3rd     December,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ