বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

সাংবাদিকদের সংসদে প্রবেশে 
বিধিনিষেধ, নিন্দা তৃণমূলের

নয়াদিল্লি: সংসদে সংবাদিকদের প্রবেশের উপর বিধিনিষেধ জারির তীব্র নিন্দা করল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিধিনিষেধ গণতান্ত্রিক মূল্যবোধের বিরোধী। বিবৃতিতে বলা হয়েছে, ‘সংসদে বিধিনিষেধ জারির প্রশ্নে সাংবাদিকদের পাশে রয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদ গণতন্ত্রের হৃদয়। এই নিয়ে খবর প্রকাশ করা গণতান্ত্রিক ঐতিহ্য। মত প্রকাশের স্বাধীনতা, অকুতোভয় হয়ে মতামত জানানোর মতো বিষয়গুলি গণতন্ত্রের ভিত্তি রচনা করে।’ অবিলম্বে সমস্ত বিধিনিষেধ প্রত্যাহার করে সাংবাদিকদের কাজ করতে দেওয়ার আর্জি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। 
১৮০টি দেশের মধ্যে সংবাদমাধ্যমের স্বাধীনতার সূচকে ভারতের স্থান ১৪২। এই বিধিনিষেধ জারির পরে এই তালিকায় ভারতের অবস্থানে আরও অবনতি ঘটবে বলে তৃণমূল জানিয়েছে। স্বাধীনতার ৭৫তম বর্ষ পূর্তিতে  সংবাদমাধ্যমের স্বাধীন সত্ত্বা যাতে বজায় থাকে, সেই লক্ষ্যে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য, চলতি শীতকালীন অধিবেশনে দিনে করোনার জন্য ৬০ জনকে লোকসভায় এবং ৩২ জনকে রাজ্যসভায় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এরমধ্যে লোকসভায় ১১ এবং রাজ্যসভায় ১০টি আসন সরকারি সংবাদমাধ্যমের জন্য বরাদ্দ করা হয়েছে। কোন সাংবাদিক কবে সংসদে প্রবেশ করতে পারবেন, তা ঠিক হবে লটারির ভিত্তিতে। এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবে ক্ষুব্ধ সাংবাদিক মহল। 

3rd     December,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ