বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

ইএসআই সদস্যদের আধার সংযোগের
পথে কর্তৃপক্ষ, হাতিয়ার পিএফ নম্বরই

জীবানন্দ বসু, কলকাতা: প্রভিডেন্ট ফান্ডের পর এবার ইএসআই। আধার সংযোগের মাধ্যমে এবার  ওই সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা দেশের সাড়ে তিন কোটি শ্রমিক-কর্মচারীর তথ্যপঞ্জী নতুন করে যাচাই করার উদ্যোগ নিল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। কেবল বিমাকৃত কর্মচারীদেরই নয়, এই উদ্যোগে তাদের পরিবারের সদস্যদের আধার সংক্রান্ত তথ্যও পেতে চায় ইএসআই কর্তৃপক্ষ। তাই সব মিলিয়ে এই প্রকল্পের প্রায় ১৩ কোটি সুবিধাভোগীর ক্ষেত্রেই আধার সংযোগের পরিকল্পনা রয়েছে ইএসআই নিগম কর্তৃপক্ষের। এবিষয়ে পিএফ কর্তৃপক্ষের দেওয়া ইউএএন নম্বরকে মূল হাতিয়ার করা হবে। কারণ, পিএফ কর্তৃপক্ষ ইতিমধ্যেই সদস্যদের আধার সংযোগের প্রক্রিয়া প্রায় সেরে ফেলেছে। আপাতত বিমাকৃত কর্মচারীদের তথ্য জোগাড়ে নিয়োগকারী সংস্থাগুলিকে চিঠি দিয়ে অনলাইন প্রক্রিয়ায় অংশ নেওয়া শুরুর উদ্যোগ নিতে বলেছে ইএসআই। 
ইএসআই কর্তৃপক্ষ বিগত অক্টোবরে দিল্লিতে এব্যাপারে অভ্যন্তরীণ বৈঠকে প্রথম এই সিদ্ধান্ত করে। বৈঠকে কেন্দ্রীয় শ্রমসচিবও হাজির ছিলেন। সেখানেই ঠিক হয়, নভেম্বর থেকে এই প্রক্রিয়া শুরু হবে। ২৪ ফেব্রুয়ারির মধ্যে প্রথম দফায় অন্তত ৭৫ লক্ষ সদস্যের আধার সংযোগের কাজ সেরে ফেলতে হবে। তারপর ধীরে ধীরে বাকিদের বিষয়েও এগনো হবে। সেই মতোই দিল্লির সদর দপ্তর থেকে গত ৮ নভেম্বর নিগমের সমস্ত আঞ্চলিক অধিকর্তাকে সংস্থার কর্তা মোহিত রাজা বিস্তারিত চিঠি দেন। বলা হয়েছে, নিয়োগকারীদের জন্য নির্দিষ্ট ইএসআই-এর পোর্টালে গিয়ে বিমা তথা পঞ্চদীপ মডিউলে কর্মচারীদের ইউএএন তথ্য জমা করতে হবে। সপ্তাহ শেষে এই সংক্রান্ত তথ্য নিগমকে জানাতে হবে মেল করে।

28th     November,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ