বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

ভোট কেন্দ্রিক দল নয় সিপিএম, বলছে দিশাহীন নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পরের পর নির্বাচনে হেরে সিপিএমের সর্বস্তরে দিশাহীন মনোভাব স্পষ্ট। সঙ্গে দলের নতুন উপলব্ধি, ‘সিপিএম শুধুমাত্র ভোটকেন্দ্রিক দল নয়।’ আগামী এপ্রিল মাসে কেরলের কান্নুড়ে দলের ২৩ তম পার্টি কংগ্রেসের লক্ষ্যে খসড়া রাজনৈতিক প্রস্তাব নিয়ে আলোচনার জন্য সিপিএমের তিনদিনের কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষ হয়েছে রবিবার। বিজেপি এবং কংগ্রেসের সঙ্গে সমদূরত্বের নীতি নয়, বরং বিজেপিকেই প্রধান প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করে সম্ভাব্য পার্টি লাইন তৈরির পথই প্রশস্ত হয়েছে অস্তিত্বের সঙ্কটে দীর্ণ সিপিএমের। সেক্ষেত্রে কি আপনারা ২০২৪ সালের লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে কংগ্রেস সহ অন্যান্য অবিজেপি দলের সঙ্গে সমঝোতার রাস্তায় হাঁটবেন? সোমবার এই প্রশ্নের জবাবে সাংবাদিক সম্মেলনে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেছেন, ‘এ নিয়ে আমরা কোনও আলোচনা করিনি। কারণ সিপিএম ভোটকেন্দ্রিক দল নয়। আমাদের এখন প্রধান ফোকাস বিজেপি-বিরোধী ভোটকে একত্রিত করা। দেশে বিজেপির বিকল্প কী হবে, তা স্থির করবেন দেশের মানুষই। তবে বিভিন্ন রাজ্যে যখন যেমন ভোট আসবে, তখন সেইমতো সংশ্লিষ্ট দলগুলির সঙ্গে আলোচনা করা হবে। বৃহত্তর জোট নিয়ে কথাবার্তা শুরু হবে লোকসভার ফল ঘোষণার পরই। আগেও তাই হয়েছে।’ অর্থাৎ, বিজেপি বিরোধিতাকেই অন্যতম প্রধান এজেন্ডা হিসেবে ধরে নিয়ে বাকি অবস্থা বুঝে ব্যবস্থার নীতিই নিতে চলেছে সিপিএম।

26th     October,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ